virat

ওয়েবডেস্ক: এই মুহূর্তে বিশ্বের অন্যতম সেরা ক্রিকেটার ভারত অধিনায়ক বিরাট কোহলি। খেলার মাঠে যেমন ব্যাট চালিয়ে রান তোলেন, সোশ্যাল মিডিয়ায়ও তেমনই ব্যাট চালালেন তিনি। তবে রানের জন্য নয়, অন্য এক কারণে।

আরও পড়ুন: ম্যাচ চলাকালীন পোলার্ডের আচরণে রীতিমতো ক্ষুব্ধ বুমরাহ

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ভাইরাল হয় কোহলির একটি ভিডিও। ভিডিও-তে তিনি এক সমালোচককে রীতিমতো একহাত নিলেন তিনি। তাঁকে একজন বলেন, “উনি (বিরাট) একজন ওভাররেটেড ব্যাটসম্যান। ওঁর ব্যাটিংয়ে স্পেশ্যাল তেমন কিছু নেই। আমি ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়ার ব্যাটসম্যানদের দেখতে বেশি পছন্দ করি ভারতীয় ব্যাটসম্যানদের থেকে”।

সমালোচকের এমন কথা শুনে নিজেকে ধরে রাখতে পারেননি ভারত অধিনায়ক। তাঁর প্রশ্নের উত্তরে বিরাট বলেন, “আমার মনে হয় তোমার ভারতে থাকা উচিত নয়। যাও অন্য কোথাও গিয়ে থাকো। কেন তুমি আমাদের দেশে থেকে অন্য দেশকে ভালোবাসছ। তুমি যে আমাকে পছন্দ করো না তাতে আমি কিছু মনে করি না। তোমার অন্য দেশে থাকা উচিত এবং তাদের জিনিস লাইক করা উচিত। নিজের অগ্রাধিকার ঠিক করো”।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here