খবরঅনলাইন ডেস্ক: প্রথম টেস্টে লজ্জার হারের পর একাধিক প্রশ্ন উঠেছিল। বিরাট কোহলি দেশে ফিরে যাওয়ায় ভারতকে হোয়াইটওয়াশের মুখেও পড়তে হবে বলে আশঙ্কা প্রকাশ করেছিলেন অনেকে।
কিন্তু সব হিসেব উলটে দিয়ে ব্রিসবেনে ঐতিহাসিক জয় পেল ভারত। আর তার পরেই টুইটারে নিজের প্রতিক্রিয়া দিলেন বিরাট কোহলি।
সেই জয়ে স্বভাবতই উচ্ছ্বসিত ভারতের নিয়মিত অধিনায়ক কোহলি। যাঁর নেতৃত্বে অস্ট্রেলিয়ায় টেস্ট সিরিজ জয়ের পরও স্মিথ এবং ওয়ার্নারের অনুপস্থিতির কারণে কোথাও একটা খুঁত ছিল বলে মনে করতেন ক্রিকেট বিশেষজ্ঞরা।
এ দিন টুইটারে বিরাট বলেন, “দুর্দান্ত জয়! ইয়েসসসস! অ্যাডিলেডের পর যাঁরা আমাদের নিয়ে সন্দেহ প্রকাশ করেছিলেন, তাঁরা সামনে এসে দেখে নিন। দৃষ্টান্তমূলক পারফরম্যান্স। সার্বিক ভাবে জেদ এবং সংকল্প সব কিছুকে ছাপিয়ে গিয়েছে। ছেলেদের এবং দলের ম্যানেজমেন্ট দুর্দান্ত কাজ করেছেন। ছেলেরা এই ঐতিহাসিক জয় উদযাপন করো।”
উল্লেখ্য, অজিঙ্ক রাহানের নেতৃত্বে ভারতের এমন জয়ের পরে ক্রিকেটভক্তদের একটা অংশ তাঁকেই বরাবরের জন্য অধিনায়ক করে দেওয়ার দাবি জানাচ্ছেন। যদিও বিসিসিআইয়ের তেমন কোনো পরিকল্পনা নেই। মঙ্গলবারই ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজের দল ঘোষিত হবে, তাতে যে কোহলিই অধিনায়কত্বের ব্যাটন ফিরে পাবেন, তা বলাই বাহুল্য।
খবরঅনলাইনে আরও পড়তে পারেন
১৭ বছর আগের এমনই একটা দিনের সঙ্গে কত মিল!
খবরের সব আপডেট পড়ুন খবর অনলাইনে। লাইক করুন আমাদের ফেসবুক পেজ। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল।