Connect with us

ক্রিকেট

দ্বিতীয় টেস্টে সৌরভ গঙ্গোপাধ্যায়কে টপকাতে চলেছেন বিরাট কোহলি!

virat and sourav

ওয়েবডেস্ক: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তিন টেস্টের সিরিজে ১-০-তে এগিয়ে রয়েছে টিম ইন্ডিয়া। বিশাখাপত্তনমে প্রথম টেস্টে ২০৩ রানে দক্ষিণ আফ্রিকাকে ধরাশায়ী করার পর দ্বিতীয় টেস্টেই সিরিজ ফয়সালার জন্য মুখিয়ে রয়েছে বিরাট কোহলি অ্যান্ড কোং। যে কারণে আগামী বৃহস্পতিবার পুণের দ্বিতীয় টেস্টেও একই টিম নিয়ে মাঠে নামতে চলেছে ভারত। ওই টেস্টেই ভারতের প্রাক্তন ক্রিকেট অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়কে একটি বিষয়ে টপকে যেতে চলেছেন বিরাট।

কোহলির কাছে এই টেস্টটি একটি ব্যক্তিগত রেকর্ডের সামনে দাঁড়িয়ে রয়েছে। দলের অধিনায়ক হিসাবে তিনি পুণেতেই ৫০ তম টেস্ট খেলতে মাঠে নামছেন। টিম ইন্ডিয়ার অধিনায়ক হিসাবে সর্বাধিক ম্যাচের তালিকায় তিনি কিংবদন্তি অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়ের (৪৯ টেস্ট) সঙ্গে দ্বিতীয় স্থানে রয়েছেন। কোহলি এই বিশিষ্ট তালিকায় সৌরভকে ছাড়িয়ে যাওয়ার এবং দ্বিতীয় স্থানের একক ধারক হয়ে উঠতে চলেছেন।। এ ছাড়াও, কোহলি প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির সঙ্গে ৫০ বা ততোধিক টেস্টে নেতৃত্ব দেওয়ার দুই ক্রিকেটারের তালিকায় যোগ দিতে চলেছেন।

এক নজরে সর্বাধিক টেস্টে অধিনায়ক:

এম এস ধোনি: ৬০

বিরাট কোহলি: ৪৯*

সৌরভ গঙ্গোপাধ্যায়: ৪৯

সুনীল গাভাসকর/মহম্মদ আজহারউদ্দিন: ৪৭

মনসুর আলিখান পতৌদি: ৪০

উল্লেখ্য, গত বছর ভারতের প্রধান কোচ রবি শাস্ত্রী বিদেশ সফরকালীন বর্তমান ভারতীয় দলকে সেরা দল হিসাবে আখ্যা দিয়েছিলেন। শাস্ত্রীর সেই বিবৃতি বিতর্কের সৃষ্টি করেছিল। তবে বাস্তব তথ্য বলছে, বিরাট কোহলির অধীনে এই বিশেষ টেস্ট দলটি ক্রিকেট বিশ্লেষকদের মতে ‘একটি গড় টেস্ট মেশিনে’ পরিণত হয়েছে। দলের সমস্ত পর্যায় এবং পরিস্থিতিতে খেলার জন্য ক্রিকেটার মজুত রয়েছেন। যে কারণে কোহলি ওয়েস্ট ইন্ডিজ সফরে সব থেকে সফল ভারতীয় অধিনায়ক হওয়ার পরে পুরো কৃতিত্বটাই দলকে দিয়েছিলেন।

ক্রিকেট

“ওর ভয়ে গুটিয়ে থাকতাম, লুকোনোর জায়গা খুঁজতাম,” প্রাক্তন ভারত অধিনায়ক সম্পর্কে বললেন কপিল দেব

kapil

খবরঅনলাইন ডেস্ক: নিঃসন্দেহে ভারতের অন্যতম সেরা অধিনায়কদের মধ্যে একজন তিনি। তাঁর হাত ধরেই ভারত প্রথম বিশ্বজয়ের স্বাদ পেয়েছেন। অধিনায়ক ছিলেন যে হেতু, সহ-খেলোয়াড়রা নিশ্চয় তাঁকে সমীহ করে চলতেন। এ হেন কপিল দেবই (Kapil Dev) এমন একজনের অধিনায়কত্বে খেলেছেন, যাঁর ভয়ে নাকি তিনি গুটিয়ে থাকতেন, লুকোনোর জায়গা খুঁজতেন।

তিনি শ্রীনিবাস বেঙ্কটরাঘবন (Srinivas Venkataraghavan)। বিষেণ সিংহ বেদীর অধিনায়কত্বে কপিলের অভিষেক হলেও বেঙ্কটের অধিনায়কত্বে চারটে টেস্ট আর তিনটে একদিনের ম্যাচ খেলেছেন তিনি।

কপিলের দাবি, তাঁর মুখ দেখলেই না কি রেগে আগুন হয়ে যেতেন বেঙ্কট। কপিলের কথায়, “আমি ওকে খুব ভয় পেতাম। প্রথমত ও সব সময়ে ইংরেজিতে কথা বলত, আর দ্বিতীয়ত ওর রাগ ছিল সাংঘাতিক।”

কপিল যোগ করেন, “১৯৭৯-তে আমরা ইংল্যান্ড সফরে যাই। আমি সব সময়ে চেষ্টা করতাম এমন একটা জায়গায় থাকতে, যাতে ওর সঙ্গে আমার বেশি কথা না হয়। সে সময়ে আমাদের দলে বেদী, প্রসন্ন, চন্দ্রশেখর ছিল। তারা ওর বকুনি খেত না। কিন্তু ওর যাবতীয় রাগ এসে পড়ত আমার ওপর।”

এর পর ১৯৮৩ সালের একটি ঘটনার কথা বলেন কপিল। তখন তিনি অধিনায়ক আর বেঙ্কট তাঁর সহ-খেলোয়াড়। কপিলের কথায়, “আমি আগে সব সময়ে ওকে ‘স্যার’ বলতাম। এই সিরিজ থেকে বেঙ্কি বলে ডাকা শুরু করি।”

কপিল বলে চলেন, “বার্বাডোজে একটি টেস্ট খেলছি। বাউন্সি পিচ বলে পেসারদের বেশি সময়ে দিচ্ছি। এর পর বেঙ্কির বদলে প্রথমে রবি শাস্ত্রীকে নিয়ে এলাম। স্লিপে দাঁড়িয়ে ছিল বেঙ্কি। হঠাৎ রেগে গিয়ে বলতে শুরু করল, ‘কপিল, আমি কি তোমায় বলেছি যে আমি বল করব না?’ আমি বুঝতে পারতাম না যে তখন আমি অধিনায়ক না কি বেঙ্কি।”

উল্লেখ্য, বেঙ্কটের অধিনায়কত্বে ভারত ১৯৭৫ সালে প্রথম বিশ্বকাপ খেলতে নামে। পরবর্তীকালে তিনি একজন সফল আম্পায়ারও হন।

Continue Reading

ক্রিকেট

ন্যাটওয়েস্ট ফাইনালের ১৮ বছর, টুইটে নাসির হুসেনকে ট্রোল যুবরাজের, জবাবে নাসির যা বললেন…

খবরঅনলাইন ডেস্ক: ১৮ বছর আগে এই দিনেই ভারতীয় ক্রিকেটের অন্যতম এক স্মরণীয় মুহূর্ত এসেছিল। ন্যাটওয়েস্ট ফাইনাল জিতে নিয়েছিল সৌরভ গঙ্গোপাধ্যায়ের ব্রিগেড। এখনও ভারতীয় ক্রিকেটের ইতিহাসে অন্যতম সেরা একদিনের ম্যাচ হিসেবে আখ্যা পায় এটি।

সেই ম্যাচেরই স্মৃতি রোমন্থন করতে গিয়ে নাসির হুসেনকে হালকা করে ট্রোল করলেন যুবরাজ। নাসির অবশ্য যুবরাজের টুইটটাকে খেলোয়াড় সুলভ মনোভাবেই নিলেন আর তার জবাবও দিলেন।

ন্যাটওয়েস্ট ফাইনালের কয়েকটা ছবি এ দিন টুইটারে পোস্ট করেন যুবি। সেখানে তিনি লেখেন, “আমাদের তখন বয়স কম ছিল। আমাদের জেতার খিদে ছিল। অসাধারণ দলগত পারফরম্যান্সে ভর করে সে দিন আমরা ইংল্যান্ডকে হারিয়েছিলাম।”

এর পর নাসিরকে উদ্দেশ করে যুবরাজ লেখেন, “নাসির, তুমি যদি ভুলে যাও, তাই মনে করিয়ে দিলাম।”

এর উত্তরে নাসির লেখেন, “অসাধারণ কিছু ছবি বন্ধু। ভাগ করে নেওয়ার জন্য ধন্যবাদ।”

উল্লেখ্য, ওই ম্যাচে প্রথমে ব্যাট করে ৩২৫ করে ইংল্যান্ড। একদিনের কেরিয়ারে একমাত্র শতরানটি সে দিনই করেছিলেন নাসির। তাঁর সঙ্গে মার্কাস ট্রেস্কোথিকও শতরান করেছিলেন।

জবাবে ব্যাট করতে নেমে, ঝড় ওঠে সৌরভের ব্যাটে। ৪৩ বলে ৬০ করেন তিনি। তিনি তার পরেই ভেঙে পড়ে ভারতীয় ব্যাটিং। একটা সময়ে তাদের স্কোর গিয়ে ৫ উইকেটে ১৪৬। সব আশা যখন ছেড়ে দিয়েছিল ভারত, তখনই রুখে দাঁড়িয়েছিল যুবরাজ সিংহ আর মহম্মদ কঈফের ব্যাট।

কঈফের ৮৭ অপরাজিত আর যুবরাজের অর্ধশতরানে ভর করে ঐতিহাসিক একটি ম্যাচ জিতে যায় ভারত। তবে ম্যাচ শেষে সৌরভের জামা খুলে ওড়ানোর দৃশ্যটা এখনও ভারতীয় ক্রিকেটের অন্যতম সেরা ছবি হয়ে রয়েছে।

Continue Reading

ক্রিকেট

ক্রিকেটের প্রত্যাবর্তনে ঐতিহাসিক জয় ওয়েস্ট ইন্ডিজের

প্রথম টেস্টে ইংল্যান্ডকে তারা হারিয়ে দিল ৪ উইকেটে।

ইংল্যান্ড: ২০৪ ও ৩১৩ (জ্যাক ক্রলি ৭৬, ডিপি সিবলে ৫০, গ্যাব্রিয়েল ৫-৭৫)

ওয়েস্ট ইন্ডিজ ৩১৮ ও ২০০-৬ (ব্ল্যাকউড ৯৫, আর্চার ৩-৪৫)

সাউদাম্পটন (Southampton) : মাত্র পাঁচ রানের জন্য ঐতিহাসিক টেস্টে শতরান পেলেন না জারমেন ব্ল্যাকউড (J Blackwood)। কিন্তু যখন আউট হলেন তখন দেশের জয় প্রায় নিশ্চিত। শেষ পর্যন্ত জয় পেল ওয়েস্ট ইন্ডিজ (West Indies)। আন্তর্জাতিক ক্রিকেটের প্রত্যাবর্তনের পর প্রথম টেস্টে ইংল্যান্ডকে (England) তারা হারিয়ে দিল ৪ উইকেটে।

করোনার দাপটে ক্রীড়াজগতে নেমে এসেছিল। সব খেলার মতো ক্রিকেটের মঞ্চেও পর্দা পড়ে যায়। কিন্তু সেই করোনার কাছে শেষ পর্যন্ত মাথা নোয়াতে যে ইচ্ছুক নয় ক্রীড়াজগত, তার প্রমাণ হল ১১৬ দিন পর আন্তর্জাতিক ক্রিকেটের ফিরে আসা। আর সেই মাহেন্দ্রক্ষণে জয় ছিনিয়ে নিল ওয়েস্ট ইন্ডিজ।

গত চার দিন যা খেলা হয়েছিল তাতে পাল্লা ভারী ছিল ওয়েস্ট ইন্ডিজেরই। প্রথম ইনিংসে ক্যারিবিয়ান পেসের দাপটে ইংল্যান্ড গুটিয়ে গিয়েছিল মাত্র ২০৪ রানে। এই ইনিংসে সর্বোচ্চ স্কোর ছিল অধিনায়ক বেন স্টোক্সের। তাও তিনি অর্ধশত রানের গণ্ডি ছুঁতে পারেননি। বল হাতে ভেলকি দেখিয়েছিলেন ক্যারিবিয়ান অধিনায়ক জেসন হোল্ডার (৬-৪২) এবং শ্যানন গ্যাব্রিয়েল (৪-৬২)।

ব্রাথওয়েট আর ডাওরিচের ব্যাটিঙের সুবাদে ওয়েস্ট ইন্ডিজ প্রথম ইনিংসেই ১১৪ রানের লিড নিয়ে নিয়েছিল।

দ্বিতীয় ইনিংসে অবশ্য কিছুটা মুখরক্ষার খেলা খেলে ইংল্যান্ড। ক্রলি (৭৬), সিবলে (৫০) এবং স্টোক্সের (৪৩) ব্যাটিং-এ ভর করে ইংল্যান্ড পৌঁছে যায় ৩১৩ রানে। এই ইনিংসেও বল হাতে দাপট দেখান গ্যাব্রিয়েল। ৭৫ রানে ৫ উইকেট নিয়ে এই টেস্টে তিনি শিকার করেন ৯ জনকে।

জয়ের জন্য ওয়েস্ট ইন্ডিজের দরকার ছিল ২০০ রানের। লক্ষ্যমাত্রা যে খুব একটা বড়ো তা নয়, কিন্তু ২৭ রানে ৩ উইকেট চলে যাওয়ার পরে আশার আলো ঝিলিক মারে ইংল্যান্ড শিবিরে। কিছুটা চাপে পড়ে ক্যারিবিয়ানরা। কিন্তু ওপেনার ক্যাম্পবেল আহত হয়ে সাময়িক ভাবে অবসর নেওয়ায় দলের তৃতীয় উইকেট পড়ার পর ছ’ নম্বর ব্যাটসম্যান জারমেন ব্ল্যাকউড মাঠে নামতেই ম্যাচের রাশ ক্রমশ ইংল্যান্ডের হাত থেকে চলে যেতে শুরু করে। চেজকে সঙ্গী করে দলের স্কোর পৌঁছে দেন ১০০-য়। এর পর ব্ল্যাকউডের সঙ্গী হন ডাওরিচ, যিনি গত দু’ বছরে সব চেয়ে সফল টেস্ট উইকেটকিপার-ব্যাটসম্যান।

পঞ্চম উইকেটের জুটিতে রান ওঠে ৬৮ রান। ডাওরিচ আউট হন দলের ১৬৮ রানে। তার পর ৯৫ করে ব্ল্যাকউড যখন আউট হন তখন জয়ের জন্য দরকার মাত্র ১১ রান। ব্যাট করতে ফিরে আসেন ক্যাম্পবেল। অধিনায়ক হোল্ডারের সঙ্গে জুটি প্রয়োজনীয় রানটুকু তুলে দেন তিনি।

Continue Reading
Advertisement
দেশ22 mins ago

৩২ হাজারেরও বেশি আক্রান্তের দিন ভারতে আরও এক নজির, সুস্থতা ছাড়াল ছ’লক্ষের গণ্ডি

দেশ27 mins ago

কোভিড আপডেট: নতুন করে আক্রান্ত ৩২৬৯৫, সুস্থ ২০৭৮৩

দেশ60 mins ago

বুলডোজারে নষ্ট করা হচ্ছে ফসল, এই আঘাতে বিষ খেলেন দলিত দম্পতি

বিজ্ঞান8 hours ago

সূর্যাস্তের পর অন্তত ২০ মিনিট দেখুন উত্তর-পশ্চিম আকাশে ধূমকেতু ‘নিওওয়াইজ’, চলবে মাসভর

বাংলাদেশ10 hours ago

বাবা-মায়ের পাশে চিরনিদ্রায় প্লে-ব্যাক সম্রাট এন্ড্রু কিশোর

রাজ্য12 hours ago

প্রকাশিত হয়েছে মাধ্যমিকের ফলাফল, ভরতি কবে এবং কী ভাবে?

প্রযুক্তি13 hours ago

রিলায়েন্সের নতুন ‘জিও গ্লাস’, চশমাটি কী কাজে লাগবে?

রাজ্য14 hours ago

কলকাতার পাশাপাশি চিন্তা বাড়াচ্ছে উত্তরবঙ্গের দুই জেলার করোনা-পরিস্থিতি

কেনাকাটা

laptop laptop
কেনাকাটা15 hours ago

ল্যাপটপ কিনবেন? দেখে নিন ২৫ হাজার টাকার মধ্যে এই ৫টি ল্যাপটপ

খবরঅনলাইন ডেস্ক : কোভিভ ১৯ অতিমারির প্রকোপে বিশ্ব জুড়ে চলছে লকডাউন ও ওয়ার্ক ফ্রম হোম। অনেকেই অফিস থেকে ল্যাপটপ পেয়েছেন।...

কেনাকাটা4 days ago

হ্যান্ডওয়াশ কিনবেন? নামী ব্র্যান্ডগুলিতে ৩৮% ছাড় দিচ্ছে অ্যামাজন

খবরঅনলাইন ডেস্ক : করোনাভাইরাস বা কোভিড ১৯ এর সঙ্গে লড়াই এখনও জারি আছে। তাই অবশ্যই চাই মাস্ক, স্যানিটাইজার ও হ্যান্ডওয়াশ।...

কেনাকাটা6 days ago

ঘরের একঘেয়েমি আর ভালো লাগছে না? ঘরে বসেই ঘরের দেওয়ালকে বানান অন্য রকম

খবরঅনলাইন ডেস্ক : একে লকডাউন তার ওপর ঘরে থাকার একঘেয়েমি। মনটাকে বিষাদে ভরিয়ে দিচ্ছে। ঘরের রদবদল করুন। জিনিসপত্র এ-দিক থেকে...

কেনাকাটা1 week ago

বাচ্চার জন্য মাস্ক খুঁজছেন? এগুলোর মধ্যে একটা আপনার পছন্দ হবেই

খবরঅনলাইন ডেস্ক : নিউ নর্মালে মাস্ক পরাটাই দস্তুর। তা সে ছোটো হোক বা বড়ো। বিরক্ত লাগলেও বড়োরা নিজেরাই নিজেদেরকে বোঝায়।...

নজরে