ওয়েবডেস্ক: একমাত্র ভারতীয় হিসেবে ফোর্বসের এই তালিকায় ঢুকে গেলেন ভারত অধিনায়ক বিরাট কোহলি। বিশ্বের একশোজন ধনী ক্রীড়াবিদদের নিয়ে বুধবার একটি তালিকা প্রকাশ করেছে ফোর্বস। সেখানে ৮৩ নম্বর স্থানে রয়েছেন কোহলি।
বছর দু’কোটি চল্লিশ লক্ষ মার্কিন ডলার আয় এই তালিকায় ৮৩তম স্থান দিয়েছে বিরাটকে। শুধুমাত্র ভারতেই নয়, বিশ্বক্রীড়াতেই এই মুহূর্তে অন্যতম জনপ্রিয় ব্যক্তি বিরাট। তাঁর টুইটারে এই মুহূর্তে ফোলোয়ারদের সংখ্যা আড়াই কোটির বেশি। ইংল্যান্ড সফরের আগে বিরাটের এই ‘সাফল্য’ তাঁকে বাড়তি অনুপ্রেরণা দেয় কি না সেটাই দেখার।
তবে চমকপ্রদ ব্যাপার হল এই তালিকায় কোনো মহিলা ক্রীড়াবিদ জায়গা পাননি। গত বছর একশো জনের মধ্যে জায়গা পেয়েছিলেন সেরেনা উইলিয়ামস। কিন্তু এ বার তাঁর আয় কমে যাওয়ায় ভাগ্য খারাপ হয়েছে তাঁর।