cricketer Virat Kohli

ওয়েবডেস্ক: চলতি সেপ্টেম্বর থেকেই শুরু হয়ে যাচ্ছে এশিয়া কাপ। এই বছর সংযুক্ত আরব আমিরশাহিতে বসবে এই টুর্নামেন্ট। নিজেদের চ্যাম্পিয়নের তকমা ধরে রাখতে মরিয়া ভারত। যার ফলে শনিবারই জাতীয় নির্বাচক কমিটির প্রধান এম এস কে প্রসাদের নেতৃত্বে চূড়ান্ত ১৬ জনের নাম প্রকাশ করা হল।

আরও পড়ুন: অ্যাথলেটিক্স ছেড়ে এ বার ফুটবল মাঠে আত্মপ্রকাশ উসেইন বোল্টের

আসন্ন এই টুর্নামেন্টে কিন্তু দলে রাখা হয়নি ভারত অধিনায়ক বিরাট কোহলিকে। যার কারণ অতিরিক্ত চাপের থেকে বিশ্রাম। এবং পরের মাসেই ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্ট খেলবে ভারত। তাই দলকে নেতৃত্ব দেবেন রোহিত শর্মা। চোট কাটিয়ে দলে ফিরছেন কেদার যাদব। তবে সব থেকে তাৎপর্যপূর্ণ বিষয় নতুন মুখ হিসবে দলে নেওয়া হয়েছে ২০ বছর বয়সি পেসার খলিল আহমেদকে।

rohit-600-odi
রোহিত শর্মা

দেখে নিন ভারতীয় দল:

রোহিত শর্মা (অধিনায়ক),শিখর ধাওয়ান (সহ অধিনায়ক), কে এল রাহুল, অম্বতি রায়ডু, মনিশ পান্ডে, কেদার যাদব, মহেন্দ্র সিং ধোনি, দীনেশ কার্তিক, কুলদীপ যাদব, হার্দিক পাণ্ড্য, যুজবেন্দ্র চাহাল, অক্ষর পটেল, ভুবনেশ্বর কুমার, যশপ্রীত বুমরাহ, শার্দূল ঠাকুর এবং খলিল আহমেদ। 

 

উত্তর দিন

আপনার মন্তব্য দিন !
আপনার নাম লিখুন