ওয়েবডেস্ক: রবিবার বৃষ্টির জন্য মাঠে অনুশীলন করতে পারেননি কোহলিরা। অনুশীলন করেন ইনডোরে। তারপর একটু শহর ঘুরতে বেরিয়েছিলেন ভারতীয় ক্রিকেটাররা। ঘুরতে ঘুরতে চলে আসেন কেপটাউনের সমুদ্রের ধারে। সেখানে স্থানীয় একটি ব্যান্ড স্থানীয় গান গাইছিল। সুরতালে আটকে পড়েন কোহলি-ধবন। দুজনেই পা দোলাতে থাকেন। তারপরই কোহলি ঠিক করেন ভাঙরা নাচবেন। ব্যস! ভারতীয় দলের দুই স্তম্ভ দক্ষিণ আফ্রিকার স্থানীয় সুরের সঙ্গে নিজেদের ঘরের নাচ শুরু করে দেন। বেশিক্ষণ অবশ্য চলেনি ব্যাপারটা। কারণ ধবনের ছেলে জোরাভার বাবাকে সরিয়ে নিয়ে আসে। দেখে নিন নাচের দৃশ্য।