indian in johannesburg

ওয়েবডেস্ক: চোটের সমস্যায় ধুঁকছে দক্ষিণ আফ্রিকা। তারওপর রয়েছেন ভারতের দুই স্পিনার কুলদীপ যাদব এবং যুজবেন্দ্র চাহাল। সব মিলিয়ে যা হওয়ার ছিল, তাই হল।

আরও পড়ুন: আবার রেকর্ড করলেন ধোনি, আরও একটি রেকর্ড কেবল সময়ের অপেক্ষা

কেপটাউনে সিরিজের তৃতীয় ওয়ান ডে-তে টসে জিতে ফিল্ডিং নিয়েছিল দক্ষিণ আফ্রিকা। কিন্তু কোহলির দুরন্ত ১৬০ আর ধাওয়ানের ৭৬-এর দাপটে ভারতের ইনিংস শেষ হয় ৩০৩ রানে। আর সেই রান তাড়া করতে নেমে খেই পেল না দক্ষিণ আফ্রিকা।

আরও পড়ুন: সৌরভকে ছাপিয়ে গেলেন কোহলি, সামনে পন্টিং আর এবি ডেভিলিয়ার্স

১ উইকেটে ৭৯ থেকে পুরো দল ভেঙে পড়ল ১৭৯ রানে। লড়াই করলেন কেবল মাকরাম। খেলার ১০ ওভার বাকি থাকতেই ১২৪ রানে জিতে গেল ভারত। ৪ উইকেট করে নিলেন দুই স্পিনার কুলদীপ যাদব ও যুজবেন্দ্র চাহাল।

এই জয়ের ফলে ৬ ম্যাচের সিরিজে ৩-০ এগিয়ে গেল বিরাটের দল। অর্থাৎ কোনোমতেই সিরিজ হারা সম্ভব নয় ভারতের। সিরিজ জয় হয়তো কেবল সময়ের অপেক্ষা।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here