vk

ওয়েবডেস্ক: এই মুহূর্তে বিরতিতে রয়েছেন ভারত অধিনায়ক বিরাট কোহলি। সোমবার জন্মদিন উদ্‌যাপন করছেন তিনি। ৩০ বছর পার করলেন। ইতিমধ্যেই ভারতকে অনেক সাফল্য এনে দিয়েছেন তিনি। তিনি ব্যাট ধরা মানেই নতুন রেকর্ড। তাঁর ধারাবাহিক সাফল্যের জেরে অনেক বিশেষজ্ঞরাই মনে করেন সচিনের তেন্ডুলকরের একশো শতরানের রেকর্ড ভেঙে দেবেন তিনি। স্টিভ ওয়ের মতে ব্র্যাডম্যান ছাড়া সকলের রেকর্ড ভেঙে দেবেন বিরাট।

আরও পড়ুন: জন্মদিনে স্ত্রী অনুষ্কার সঙ্গে কোথায় ছুটি কাটাচ্ছেন বিরাট? জানলে অবাক লাগবে

তবে এই কোহলির ক্রিকেট কেরিয়ারে এমন এক কৃতিত্ব আছে যা টি টুয়েন্টিতে আর কোনো ক্রিকেটারেরই নেই। শূন্য বলে উইকেট। ব্যপারটা হয়তো বিশ্বাস হচ্ছে না। কিন্তু বিনা বলে উইকেট নিয়ে এমন কাণ্ডই ঘটিয়েছিলেন তিনি।

২০১১ সালে ৩১ অগস্ট ইংল্যান্ডের বিরুদ্ধে টি২০ কেরিয়ারে প্রথম বল করতে এসেই এমনটা করেন। লেগ সাইডে ওয়াইড বল করেন বিরাট। সেই বল মারতে গিয়ে ক্রিজের বাইরে চলে যান ইংল্যান্ড ব্যাটসম্যান কেভিন পিটারসন। উইকেটে থাকা মহেন্দ্র সিং ধোনি কোনো ভুল কররেনি। মুহূর্তের মধ্যে উইকেট থেকে বেল ফেলে পিটারসনকে স্টাম্প আউট করে প্যাভিলিয়নে ফিরিয়ে দেন ধোনি।

বোলিং কেরিয়ারে শুরুতেই তাঁর ফিগার দাড়ায় ০.০-০-০-১। অর্থাৎ শূন্য দশমিক শূন্য ওভারে ০ রানে ১ উইকেট।

1 মন্তব্য

  1. মন্তব্য:বল টা ওয়াইড হওয়ায় ০ রানে ১ উইকেট হবে না। ১ রানে ১ উইকেট। অর্থাৎ ০-০-১-১

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here