virat kohli viv richards

ওয়েবডেস্ক: চাহাল এবং যাদব – দুজন স্পিনার খেলিয়েছিলেন। চার নম্বরে ব্যাট করিয়েছিলেন অজিঙ্ক রাহানেকে। বিরাট কোহলির দুটো পরীক্ষাই সফল হল। দুই স্পিনার মিলে পাঁচ উইকেট নিলেন। দক্ষিণ আফ্রিকার মিডল অর্ডারকে ভেঙে আটকে রাখলেন ২৬৯ রানে। যদিও তার আগে ১২০ রানের ঝকঝকে ইনিংস খেলেছেন অধিনায়ক ফ্যাফ ডুপ্লেসি।

অন্যদিকে চার নম্বরে ব্যাট করতে নেমে ৭৯ রান করলেন অজিঙ্কা রাহানে। তার চেয়েও বড়ো কথা, তাঁর অধিনায়কের সঙ্গে তৃতীয় উইকেটে জুটি বেঁধে ১৮৯ রান করলেন। ম্যাচ সেখানেই শেষ হয়ে গেছিল। ডারবানের কিংসমিডে এই প্রথম দক্ষিণ আফ্রিকাকে হারাল ভারত। এর আগে ৬টি ম্যাচেই ভারত হেরেছে।

এ সবের মধ্যেই দুরন্ত ফর্ম বজায় রাখলেন বিরাট কোহলি। তিনি করলেন ১১২ রান। ওয়ান ডে-তে তাঁর ৩৩তম শতরান। দক্ষিণ আফ্রিকার মাটিতে এই প্রথম একদিনের আন্তর্জাতিকে শতরান করলেন বিরাট।

৬ ম্যাচের ওয়ান ডে সিরিজে ১-০ এগোলো ভারত।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here