virat-b
ছবি সৌজন্যে : টুইটার

ওয়েবডেস্ক: ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি-২০ সিরিজে ভারতীয় দল থেকে বিশ্রাম নিয়েছেন অধিনায়ক বিরাট কোহলি। কারণ সোমবার তাঁর জন্মদিন। ৩০ বছর বয়সে পড়লেন তিনি। জন্মদিনটি সব মানুষই একটু আলাদে ভাবে কাটাতে চায়। বিরাটের ক্ষেত্রেও তাই। স্ত্রী অনুস্কা শর্মার সঙ্গে হরিদ্বারে ছুটি কাটাতে গিয়েছেন ভারত অধিনায়ক। শনিবার রাতেই সেখানে পৌঁছে যান তাঁরা।

নরেন্দ্র নগরের হোটেল আনন্দে রয়েছেন তাঁরা। ৭ নভেম্বর পর্যন্ত সেখানে থাকবেন এই সেলিব্রিটি দম্পতি। ছুটিতে তাঁরা রিভার র‍্যাফটিং এবং ক্যাম্পিং করবেন বলে শোনা যাচ্ছে।

শুধু তাই নয়, একইসঙ্গে শোনা যাচ্ছে অনন্ত ধাম আত্মাবোধ আশ্রম দর্শনেও যেতে পারেন বিরাট। আশ্রমের প্রধান মহারাজ অনন্ত বাবা অনুস্কাদের পারিবারিক গুরু। তাঁদের বিয়েতেও উপস্থিত ছিলেন মহারাজ।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here