virat-bcci

ওয়েবডেস্ক: এই মুহূর্তে বিশ্বের সব থেকে ধনী ক্রিকেটার ভারত অধিনায়ক বিরাট কোহলি। আসন্ন কাউন্টি ক্রিকেটে নিজেকে তৈরি করার জন্য উঠে পড়ে লেগেছেন তিনি। কারণ চলতি বছরে ইংল্যান্ড সফরে যাচ্ছে ভারত। তাই ইংল্যান্ডের আবহাওয়ায় নিজেকে তৈরি করতে বদ্ধপরিকর বিরাট। কিন্তু সেখানে খেলতে গেলেও, নামমাত্র অর্থ পাবেন তিনি। এমনকি তাঁকে খুব সস্তাতেই দলে নিয়েছে সারে। এমনটাই শোনা যাচ্ছে এই মুহূর্তে।

এই প্রসঙ্গে বিসিসিআই-এর এক উচ্চপদস্থ কার্যনির্বাহী কর্তা জানিয়েছেন, “সবাই ভাবছে যে কাউন্টিতে বিরাটের দর বোধহয়  প্রচুর হবে। কিন্তু আদতে তা একটুও নয়। বিমানভাড়া, থাকার খরচা আর ম্যাচ প্রতি নামমাত্র পারিশ্রমিক – বিরাট শুধু এইটুকুই পাবে। আদতে কাউন্টিতে খেলা নিয়ে বিরাট নিজে এবং বিসিসিআই খুবই আগ্রহী ছিল, তাই টাকাটা কখনোই প্রধান বিষয় হয়ে ওঠেনি। বিরাটের জন্য বড়ো টাকা হাঁকার স্বাধীনতা বোর্ডের ছিল না। এক জন সাধারণ কাউন্টি প্লেয়ার যা পায়, বিরাট তা-ই পাবে। তবে যেটা হয়েছে, সারে এবং বোর্ড, দু’ পক্ষেরই ভালো হয়েছে।  এটা স্বাভাবিক যে, সারে বিরাটের ভাবমূর্তিটা কাজে লাগাতে চায়। তবে বিরাটের ফোকাস কিন্তু ৩টি পঞ্চাশ ওভারের খেলা এবং ৩টি চারদিনের খেলা। ওখানে টাকাপয়সার ব্যাপারে অনেক কথাবার্তা, সুযোগ তৈরি হবে। কিন্তু আমরা চাই না, আমাদের অধিনায়ক সেই সব উটকোপাটকা ব্যাপারস্যাপার নিয়ে ব্যস্ত থাকুক। ইংল্যান্ড সিরিজের জন্য বিরাট নিজেকে তৈরি করতে যাচ্ছে। ও ভালো খেলুক আর নিজের দল সারেকে আরও এগিয়ে নিয়ে যাক, আমরা এটাই চাই।”

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here