laxmans best team
নিজেকে ছাড়া এই ছবিতে থাকা সবাইকেই দলে রেখেছেন লক্ষণ। ছবি: স্পোর্টস উইকি

ওয়েবডেস্ক: একটা দল নির্বাচনেই ভিভিএস লক্ষ্মণ বুঝিয়ে দিলেন তাঁর সেরা অধিনায়ক কে। তিনি সৌরভ গঙ্গোপাধ্যায়।

ক্রিকেটের ওয়েবসাইট ক্রিকিনফোর তরফ থেকে ২৫ বছরের সেরা ভারতীয় দল বেছেছেন ভিভিএস লক্ষ্মণ। মূলত গত ২৫ বছরে ইংল্যান্ড সফরের ওপরে ভিত্তি করেই এই দল বেছেছেন তিনি। সেই দলে মহেন্দ্র সিংহ ধোনি থাকলেও, অধিনায়ক সৌরভই। দলের ১১ জনের মধ্যে আট জনই রয়েছেন যাঁরা লক্ষ্মণের যুগে খেলেছেন এবং এখন অবসর নিয়েছেন। বর্তমান যুগ থেকে মাত্র তিনজনকে বেছেছেন তিনি।

একবার দেখে নেব কেমন দল নির্বাচন করেছেন লক্ষণ- ১) বীরেন্দ্র সহবাগ, ২) মুরলী বিজয় ৩) রাহুল দ্রাবিড়, ৪) সচিন তেন্ডুলকর, ৫) বিরাট কোহলি, ৬) সৌরভ গঙ্গোপাধ্যায়, ৭) মহেন্দ্র সিংহ ধোনি, ৮) অনিল কুম্বলে, ৯) ভুবনেশ্বর কুমার, ১০) জাভাগাল শ্রীনাথ, ১১) জাহির খান।

আরও পড়ুন দেড় মাসে হাজার কিলোমিটার হেঁটে নর্মদা ট্রেক সাঙ্গ করলেন চন্দন

২০১৪-এর ইংল্যান্ড শহরে দুর্ধর্ষ প্রদর্শন করার জন্য মুরলী বিজয় এবং ভুবনেশ্বর কুমারকে তিনি দলে রেখেছেন বলে জানান লক্ষ্মণ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য দিন !
আপনার নাম লিখুন