india

ওয়েবডেস্ক: ২০১১ সালে বিশ্বকাপ জয়, ভারতীয় ক্রিকেটে অন্যতম স্মরণীয় মুহূর্ত। শুধু তাই নয়, শেষ বার বিশ্বকাপ খেলে রীতিমতো আবেগপ্রবন হয়ে গিয়েছিলেন সচিন তেন্ডুলকরও। ২৮ বছর বাদে ধোনির নেতৃত্বে বিশ্বকাপ ঘরে তুলেছিল ভারত। তবে বর্তমান অধিনায়ক বিরাট কোহলির কাছে সেই সব মুহূর্ত খুব একটা আবেগের নয়, অন্তত এমনটাই জানালেন তিনি।

এই মুহূর্তে আইপিএলে খেলতে ব্যস্ত বিরাট। সম্প্রতি জনপ্রিয় একটি ওয়েবসাইট অনুস্থিত এক অনুষ্ঠান এমনটাই জানালেন ভারত অধিনায়ক।

তিনি বলেন, “বাকিদের মত আমার তেমন আবেগ ছিল না। কারণ ওটা আমার প্রথম বিশ্বকাপ ছিল। তবে আমি বাকিদের চোখে সেই আবেগ দেখেছিলাম যারা শেষ পাঁচবার বিশ্বকাপ খেলেও এই কাপ জিততে পারেনি। সচিন, হরভজন, জাহির, যুবরাজ সবাই আবেগপ্রবণ হয়ে গিয়ে ছিল। এমন কী ধোনিও, যে কী না নিজের আদর্শ ক্রিকেটারদের সঙ্গে নিয়ে জয় এনে দিয়ে ছিল ভারতকে। আমার সেইরকম কোনো আবেগ ছিল না। সবাই কাঁদছিল তাই আমিও কাঁদার চেষ্টা করছিলাম।”

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here