ওয়েবডেস্ক: ১৯৭৫ এবং ১৯৭৯-র পর বিশ্বকাপ আর জিততে পারেনি ওয়েস্ট ইন্ডিজ। তবে ২০১৯ ক্রিকেট বিশ্বকাপ নিয়ে আশাবাদী ওয়েস্ট ইন্ডিজ দলের অধিনায়ক জেসন হোলডার। এই মুহূর্তে ইংল্যান্ডে নর্থাম্পটনে কাউন্টি ক্রিকেট খেলছেন তিনি।
তারই ফাকে স্পোর্টসমেইলকে দেওয়া সাক্ষাৎকারে হোলডার জানান, “আমি খুব আশাবাদী। আমার মনে হয় বিশ্বকাপ জেতার জন্য একটা দলের যা যা থাকা দরকার তার সব কিছুই আমাদের আছে। আসল ব্যাপারটা হল, আমরা কী রকম ক্রিকেট খেলছি। আমাদের দলে ম্যাচ উইনার আছে। নিজেদের দিনে আমরা বিশ্বের যে কোনো দলকে হারাতে পারি। আমরা আত্ববিশ্বাসী, যদি নিজেদের প্ল্যানগুলি ঠিক মতো কাজে লাগিয়ে এগোতে পারি, তাহলে শেষ পর্যন্ত বিশ্বকাপের ট্রফি আমাদের হাতেই উঠতে পারে”।
তিনি আরও বলেন, “বিশ্বের এক নম্বর দলের বিরুদ্ধে বিরুদ্ধে মুখোমুখি এবং তাদেরকে শেষ পর্যন্ত চাপে রাখাই আমাদের দলের লক্ষ্য। বাকি কিছু নিয়ে ভাবছি না। আমার মনে হয়, আমাদের কাছে সেই ক্রিকেটার আছে, যাদের দিয়ে সেরাদের হারানো সম্ভব। আন্ডারডগ ট্যাগটা খুব ভালো লাগে। এতে বাকিদের ভুল প্রমাণ করতে খুব ভালো লাগে”।
খবরের সব আপডেট পড়ুন খবর অনলাইনে। লাইক করুন আমাদের ফেসবুক পেজ। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল।