ওয়েস্ট ইন্ডিজ: ২১৮-৫ (নিকোলাস পুরান ৯৮, জনসন চার্লস ৪৩, গুলাবদিন ২-১৪)
আফগানিস্তান: ১১৪ (১৬.২ ওভারে) (ইব্রাহিম জাদরান ৩৮, ওবেড ম্যাককয় ৩-১৪, আকিল হোসেন ২-২১)
খবর অনলাইন ডেস্ক: এবারের টি২০ বিশ্বকাপে গ্রুপ লিগের শেষ খেলায় ওয়েস্ট ইন্ডিজ ১০৪ রানে হারাল আফগানিস্তানকে। দুটি দলই সুপার ৮-এ চলে গিয়েছে। তাই সেই দিক থেকে এই ম্যাচের কোনো গুরুত্ব ছিল না। ‘প্লেয়ার অফ দ্য ম্যাচ’ হলেন নিকোলাস পুরান। মাত্র ২ রানের জন্য তিনি শত রান থেকে বঞ্চিত হন।
ভারতীয় সময় মঙ্গলবার সকাল ৬টায় গ্রস আইলেটে ডারেন স্যামি ক্রিকেট গ্রাউন্ডে আয়োজিত ম্যাচে টসে জিতে ওয়েস্ট ইন্ডিজকে ব্যাট করতে পাঠায় আফগানিস্তান। সুযোগের পূর্ণ সদ্ব্যবহার করে ওয়েস্ট ইন্ডিজ। নিকোলাস পুরান এবং জনসন চার্লসের ব্যাটিং-এর দৌলতে ওয়েস্ট ইন্ডিজ ২০ ওভারে পৌঁছে যায় ৫ উইকেটে ২১৮-তে। সঙ্গে সাথ দেন সাই হোপ আর অধিনায়ক রোভম্যান পাওয়েল। ৫৩ বলে ৯৮ করলেন নিকোলাস ৮টা ছয় আর ৬টা চারের সাহায্যে।
জয়ের জন্য রান তুলতে যেন হিমশিম খেয়ে গেল আফগানিস্তান। এবারের বিশ্বকাপে এতটা গুটিয়ে থাকা আফগানিস্তানকে কিন্তু দেখা যায়নি। মাত্র ১৬.২ ওভারেই শেষ হয়ে গেল ইনিংস। ১১৪ রানেই গুটিয়ে গেল তারা। ওয়েস্ট ইন্ডিজের পাঁচ বোলারই উইকেটগুলো ভাগাভাগি করে নিলেন – ওবেড ম্যাককয় (১৪ রানে ৩ উইকেট), আকিল হোসেন (২১ রানে ২ উইকেট), গুদাকেশ মোতি (২৮ রানে ২ উইকেট), আন্দ্রে রাসেল (১৭ রানে ১ উইকেট) এবং আলজারি জোসেফ (৩০ রানে ১ উইকেট)।
আরও পড়ুন
আইসিসি টি২০ বিশ্বকাপ ২০২৪: কোন ৮ দেশ সুপার ৮-এ, দেখে নিন ক্রীড়াসূচি
আইসিসি টি২০ বিশ্বকাপ ২০২৪: ৪ ওভারের ৪টিই মেডেন, ৩ উইকেট, ইতিহাস গড়লেন নিউজিল্যান্ডের লকি ফার্গুসন