পাপুয়া নিউ গিনি (পিএনজি): ১৩৬-৮ (সেসে বাউ ৫০, কিপলিন ডোরিগা ২৭ নট আউট, আন্দ্রে রাসেল ২০১৯, আলজারি জোসেফ ২-২৩৪)
ওয়েস্ট ইন্ডিজ: ১৩৭-৫ (১৯ ওভারে) (রোস্টন চেজ ৪২ নট আউট, ব্র্যান্ডন কিং ৩৪, আসাদ ভালা ২-২৮, আলেই নাও ১-৯)
খবর অনলাইন ডেস্ক: নিজের নামের সার্থকতা প্রমাণ করলেন রোস্টন চেজ (Roston Chase)। ষষ্ঠ উইকেটে আন্দ্রে রাসেলের সঙ্গে জোট বেঁধে অবিচ্ছেদ্য থেকে পাপুয়া নিউ গিনির ১৩৬ রান তাড়া করে দলকে জয়ে পৌঁছে দিলেন। ২০২৪-এর আইসিসি টি২০ বিশ্বকাপের দ্বিতীয় ম্যাচে পাপুয়া নিউ গিনিকে ৫ উইকেটে হারাল ওয়েস্ট ইন্ডিজ। ‘স্বাভাবিক ভাবেই প্লেয়ার অফ দ্য ম্যাচ’ হলেন রোস্টন চেজ।
১৩৬-এই গুটিয়ে গেল পাপুয়া নিউ গিনি
রবিবার গুয়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে আয়োজিত আইসিসি টি২০ বিশ্বকাপের দ্বিতীয় ম্যাচে ওয়েস্ট ইন্ডিজ টসে জিতে পাপুয়া নিউ গিনিকে ব্যাট করতে পাঠায়। কিন্তু ওয়েস্ট ইন্ডিজের বোলারদের তেমন ভাবে মোকাবিলা করতে পারেননি পাপুয়া নিউ গিনির ব্যাটাররা। নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে তারা ১৩৬ রান সংগ্রহ করে।
গোড়া থেকেই উইকেট পড়তে শুরু করে পিএনজি-র। ৫০ রানের মধ্যে তারা ৪ উইকেট হারায়। এর পর পঞ্চম উইকেটে পরিস্থিতি কিছুটা সামাল দেন চার নম্বরে নামা সেসে বাউ এবং ছ’ নম্বরে নামা চার্লস আমিনি। তবে সেসে বাউ অনেক বেশি আক্রমণাত্মক ছিলেন। শেষ পর্যন্ত ৪৩ বলে অর্ধশত রান করে আলজারি জোসেফের বলে বোল্ড হয়ে প্যাভিলিয়নে ফিরে যান। তখন দলের রান ৯৮। তার ৪ রান আগেই অবশ্য আমিনি ফিরে গেছেন ১৪ বলে ১২ রান করে।
নির্ধারিত ২০ ওভারের বাকি ৫ ওভারে পিএনজি যোগ করে ৩৮ এবং আরও ২টি উইকেট হারায়। সেসে বাউ ছাড়া সাত নম্বরে নেমে দলের স্কোরকে কিছুটা ভদ্রস্থ জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করেন কিপলিন ডোরিগা। তিনি ১৮ বলে ২৭ রান করে নট আউট থাকেন।
৬ বল বাকি থাকতেই জয়
জয়ের জন্য ওয়েস্ট ইন্ডিজের দরকার ছিল ১৩৭ রান। তারা জয়ের লক্ষ্যমাত্রায় পৌঁছে যায় ৬ বল বাকি থাকতেই। ইনিংসের শুরুতেই ধাক্কা খায় ওয়েস্ট ইন্ডিজ। অন্যতম ওপেনার জনসন চার্লস কোনো রান না করেই আউট হয়ে যান। তখন দলের রান মাত্র ৮। এর পর ওপর ওপেনার ব্র্যান্ডন কিং তিন নম্বরে নামা নিকোলাস পুরানকে নিয়ে দলের ইনিংসকে শক্ত ভিতের ওপর দাঁড় করানোর চেষ্টা করেন। দ্বিতীয় উইকেটে তাঁরা যোগ করেন ৫৫ রান। ২৯ বলে ৩৪ রান করে দলের ৬৩ রানের মাথায় ব্র্যান্ডন কিং আউট হতেই আবার বিপাকে পড়ে ওয়েস্ট ইন্ডিজ।
ঘন ঘন উইকেট পড়তে থাকে। ৯৭ রানের মধ্যে আউট হয়ে যান নিকোলাস পুরান, অধিনায়ক রোভম্যান পাওয়েল এবং শেরফেন রাদারফোর্ড। ৯৭ রানে পাঁচ উইকেট পড়ে যাওয়ার পর হাতে ছিল মাত্র ৪ ওভার। শেষ উইকেট পতন রোধ করেন রোস্টন চেজ এবং আন্দ্রে রাসেল। তাঁরা অবিচ্ছেদ্য থেকে ১ ওভার বাকি থাকতেই দলকে জয়ে পৌঁছে দেন। ওয়েস্ট ইন্ডিজ করে ৫ উইকেটে ১৩৭ রান। রোস্টন চেজ ২৭ বলে ৪২ করে এবং আন্দ্রে রাসেল ৯ বলে ১৫ করে নট আউট থাকেন।