মার্কিন যুক্তরাষ্ট্র: ১২৮ (১৯.৫ ওভার) (আন্দ্রিস গৌস ২৯, রোস্টোন চেজ ৩-১৯, আন্দ্রে রাসেল ৩-৩১)
ওয়েস্ট ইন্ডিজ: ১৩০-১ (১০.৫ ওভার) (শাই হোপ ৮২ নট আউট, হরমিত সিং ১-১৮)
খবর অনলাইন ডেস্ক: রোস্টোন চেজ এবং আন্দ্রে রাসেলের দুরন্ত বোলিং এবং শাই হোপের ব্যাটিং-ঝড়ের ফায়দা তুলল ওয়েস্ট ইন্ডিজ। আইসিসি টি২০ বিশ্বকাপের সুপার ৮-এর খেলায় মার্কিন যুক্তরাষ্ট্রকে ৯ উইকেটে হারিয়ে দিল তারা। ‘প্লেয়ার অফ দ্য ম্যাচ’ হলেন রোস্টোন চেজ।
গ্রুপ ‘২’-এর শীর্ষে রয়েছে সাউথ আফ্রিকা ২টি ম্যাচ থেকে ৪ পয়েন্ট সংগ্রহ করে। ২টি ম্যাচ থেকে ২টি পয়েন্ট সংগ্রহ করেছে ওয়েস্ট ইন্ডিজ এবং ইংল্যান্ড। কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রকে দুরমুশ করে নেট রানরেটে অনেকটা এগিয়েই আছে ওয়েস্ট ইন্ডিজ। এই গ্রুপে সাউথ আফ্রিকার খেলা বাকি ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে এবং ইংল্যান্ডের খেলা বাকি মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে। এখন সাউথ আফ্রিকা, ইংল্যান্ড এবং ওয়েস্ট ইন্ডিজ, ৩টি দলই সেমিফাইনালে যাওয়ার দৌড়ে রয়েছে।
১২৮ রানেই গুটিয়ে গেল মার্কিন যুক্তরাষ্ট্র
বার্বাডোজের কেনসিংটন ওভালে আয়োজিত ম্যাচে টসে জিতে মার্কিন যুক্তরাষ্ট্রকে ব্যাট করতে পাঠায় ওয়েস্ট ইন্ডিজ। ১৯.৫ ওভারে ১২৮ রান করে গুটিয়ে যায় মার্কিন যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের পাঁচজন ব্যাটার দু’ অঙ্কের রান করলেও তা দলকে ভালো স্কোরে নিয়ে যাওয়ার ক্ষেত্রে যথেষ্ট ছিল না। সর্বোচ্চ রান আন্দ্রিস গৌসের, ১৬ বলে ২৯ রান। ৩ রানে প্রথম উইকেট পড়ে যাওয়ার পর দ্বিতীয় উইকেটে গৌস এবং নীতীশ কুমার (১৯ বলে ২০ রান) যোগ করেন ৪৮ রান। তার পর থেকেই ওয়েস্ট ইন্ডিজের আক্রমণের মুখে পড়ে ভেঙে পড়তে শুরু করে মার্কিন যুক্তরাষ্ট্র। ৫১ রানে দ্বিতীয় উইকেট পড়ার পর বাকি ৮ উইকেট পড়ে যায় মাত্র ৭৭ রানে। রোস্টোন চেজ (১৯ রানে ৩ উইকেট), আন্দ্রে রাসেল (৩১ রানে ৩ উইকেট) এবং আলজারি জোসেফের (৩১ রানে ২ উইকেট) বোলিং-এর মোকাবিলাই করতে পারলেন না মার্কিন ব্যাটাররা।
দুরন্ত ব্যাটিং ওয়েস্ট ইন্ডিজের
ওয়েস্ট ইন্ডিজ জয়ের লক্ষ্যমাত্রায় পৌঁছে গেল মাত্র ১০.৫ ওভারে একটিমাত্র উইকেট হারিয়ে। শাই হোপ এবং জনসন চার্লস প্রথম উইকেটে ৬৭ রান যোগ করেন। হরমিত সিংয়ের বলে মিলিন্দ কুমারকে ক্যাচ দিয়ে চার্লস (১৪ বলে ১৫ রান) যখন প্যাভিল্যনে ফিরে যান তখন জয়ের জন্য রান বাকি ৬২, হাতে ১৩ ওভার। বাকি কাজটা সহজেই সমাধা করেন শাই হোপ এবং নিকোলাস পুরান। তাঁরা অবিচ্ছেদ্য থেকে মাত্র ২০ বলে পৌঁছে যান ১৩০ রানে। অর্থাৎ দ্বিতীয় উইকেটে তাঁরা ২০ বলে যোগ করেন ৬৩ রান। ৩৯ বলে ৮২ রান করে হোপ এবং ১২ বলে ২৭ রান করে পুরান নট আউট থাকেন। হোপের ৮২ রানে ছিল ৮টা ছয় আর ৪টে চার।
আরও পড়ুন
আইসিসি টি২০ বিশ্বকাপ ২০২৪: ইংল্যান্ডকে হারিয়ে সেমিফাইনালের পথে এগিয়ে থাকল সাউথ আফ্রিকা