খবরঅনলাইন ডেস্ক: নামে ‘কলকাতা’ অথচ দলে কোনো বাঙালি ক্রিকেটার নেই। বাঙালি তো দূর, বাংলা তথা পূর্বাঞ্চলেরই কোনো ক্রিকেটারকে দলে রাখার প্রয়োজন মনে করে কেকেআর (Kolkata Knight Riders) শিবির।
অথচ বাংলার ক্রিকেটাররা যে এক্কেবারেই অছ্যুত নন, সেটা কিন্তু অন্যান্য দল বুঝিয়ে দিয়েছে। যেমন, সানরাইজার্স হায়দরাবাদের হয়ে খেলবেন ঋদ্ধিমান সাহা। তেমনই পঞ্জাবের হয়ে মহম্মদ শামির (Mohammad Shami) সঙ্গে নতুন বলে আগুন ঝরাতে দেখা যেতে পারে ঈশান পোড়েলকে (Ishan Porel)।
যাই হোক, দলটার নাম যখন কলকাতা, শহরবাসীর একটা বড়ো অংশেরই সমর্থন থাকবে কেকেআরের দিকে তা বলাই বাহুল্য।
সম্ভাব্য প্রথম একাদশ:
১। সুনীল নারিন
২। শুভমন গিল
৩। নীতীশ রানা
৪। ইয়ন মর্গ্যান
৫। দীনেশ কার্তিক (অধিনায়ক)
৬। আন্দ্রে রাসেল
৭। রাহুল ত্রিপাঠী/ রিঙ্কু সিং
৮। প্যাট কামিন্স
৯। কুলদীপ যাদব
১০। শিবম মাভি/ কমলেশ নগরকোটি
১১। প্রসিদ্ধ কৃষ্ণা
চিরাচরিত ভাবেই বড়ো নামের পেছনে কোনো দিনই ছোটে না কেকেআর। এ বারও তাদের দলে বড়ো নাম বলতে ইংল্যান্ড অধিনায়ক ওইন মর্গ্যান। তবে নারিন আর রাসেলের মতো টি২০ স্পেশালিস্টরা এ বারও কেকেআরের মূল ভরসা।
খবরঅনলাইনে আরও পড়ুন
তিনশো তাড়া করতে গিয়ে ৭৩ রানেই ৫ উইকেট, ঘুরে দাঁড়িয়ে রুদ্ধশ্বাস জয় অস্ট্রেলিয়ার, সিরিজেও দখল