virat-kohli-1

রাজকোট: রান মেশিন বিরাট কোহলি। এশিয়া কাপে বিশ্রাম নিয়ে নতুন উদ্যমে এই সিরিজ খেলতে নেমেছেন। এবং নেমেই শতরান। তবে তাঁর অন্য শতরানগুলোর থেকে এই শতরানের চরিত্র অনেকটাই আলাদা। নিজের চিরাচরিত আক্রমণাত্মক খোলস ছেড়ে বেরিয়ে এসেছিলেন তিনি। সম্ভবত বেশি সময় ক্রিজে কাটানোই তাঁর লক্ষ্য ছিল।

যাই হোক, এই শতরান করতে গিয়েও কিছু রেকর্ড করেছেন বিরাট। যার মধ্যে অন্যতম হল সবাইকে পেরিয়ে ডন ব্র্যাডম্যানের পেছনেই তাঁর নাম থাকা। দ্বিতীয় দ্রুততম ক্রিকেটার হিসেবে ২৪তম শতরান করেছেন বিরাট। ৬৬তম টেস্ট ইনিংসে ২৪তম শতরান করেছিলেন ডন। বিরাট নিলেন ১২৩টা ইনিংস।

পাশাপাশি বর্তমানে খেলছেন, এমন ক্রিকেটারদের নিরিখে দ্বিতীয় সর্বোচ্চ শতরানের মালিকও এখন বিরাট। পেরিয়ে গিয়েছেন স্টিভ স্মিথকে। তাঁর সামনে এখন শুধু হাশিম আমলা, যাঁর শতরানের সংখ্যা ২৮।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য দিন !
আপনার নাম লিখুন