ওয়েবডেস্ক: অনুষ্কাকে বিয়ের আগে বিরাট কোহলি যে অনেক তরুণীরই হার্টথ্রব ছিলেন সেটা বলাই বাহুল্য। বিরাটের এমনই এক ভক্ত করে দিয়েছিলেন এক অদ্ভুত কাণ্ড। রক্তে লেখা প্রেমপত্র পাঠিয়েছিলেন ভারত অধিনায়ককে।
সম্প্রতি একটা সাক্ষাৎকার দিতে গিয়ে এই ব্যাপারে খোলসা করেন বিরাট। তিনি বলেন, “আমাকে একবার রক্তে লেখা প্রেমপত্র পাঠানো হয়েছিল। এটা খুব বাজে একটা ব্যাপার। বেশ কয়েক মাস আগের ঘটনা। দিল্লিতে তখন আমি। গাড়িতে যেতে যেতে একটা জায়গায় সই করার জন্য জানলার কাচটা নামাই আমি। তখনই খেয়াল করি আমার কাছে কোথা থেকে একটা চিঠি উড়ে এল। আমি জানিও না কে সেটা পাঠিয়েছিল। আমি শুধু চিঠিটা একটু খুলেই বুঝতে পারলাম রক্তে লেখা। তক্ষুণি সেটা আমার নিরাপত্তাকর্মীদের হাতে দিয়ে দিই। এটা আমি নিতে পারিনি, খুব ভয় লাগছিল।”
খবরের সব আপডেট পড়ুন খবর অনলাইনে। লাইক করুন আমাদের ফেসবুক পেজ। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল।