kuldeep yadav

ওয়েবডেস্ক: ক্রিকেট মাঠে প্রাক্তন ভারত অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনিকে শান্তই দেখায়। কারও ওপরে খুব একটা রাগ করতে দেখা যায় না তাঁকে। এই কারণেই ‘ক্যাপ্টেন কুল’ তকমা রয়েছে তাঁর মাথায়। কিন্তু এ হেন ধোনিও মাঝেমধ্যে রেগে যেতে পারেন। একবার রেগে গেলে, সতীর্থদের ধমক দিতেও পিছপা হন না।

ঠিক এই ধরনের একটি ঘটনাই ঘটেছিল ভারতীয় দলের স্পিনার কুলদীপ যাদবের সঙ্গে। একটি রিয়্যালিটি শো-তে ধোনির ধমকের এই কথা ফাঁস করে দেন কুলদীপ নিজেই। গত ডিসেম্বরে শ্রীলঙ্কার বিরুদ্ধে একটি টি২০ ম্যাচে এই ঘটনা ঘটেছিল।

kuldeep yadav

প্রথমে ব্যাট করে ভারত কুড়ি ওভারে ২৬০ তুলেছিল। কিন্তু এর জবাব দারুণ ভাবে দিচ্ছিল শ্রীলঙ্কাও। দ্রুতগতিতে রান তুলছিল তারাও। এই আবহে উইকেট পাওয়া খুব দরকার ছিল ভারতের। বল হাতে ছিলেন কুলদীপ।

উইকেট পাওয়ার জন্য কুলদীপকে ফিল্ড বদল করার পরামর্শ দিচ্ছিলেন ধোনি। কিন্তু কুলদীপ সেটা শুনতে চাননি। বলেছিলেন তিনি, এই ফিল্ডেই সন্তুষ্ট। এর পরেই ধোনি বলে ওঠেন, “আমার তিনশো ম্যাচ খেলা হয়ে গিয়েছে। আমাকে কি পাগল ভাবছ?”

তবে ফিল্ড বদল করার পরেই একটি উইকেট তুলে নেন কুলদীপ। এর পর তাঁকে ধোনি বলেন, “এই কথাটাই তো আমি বলার চেষ্টা করছিলাম।”

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here