guyana

ওয়েবডেস্ক: ক্রিকেট খেলা অনেক চমকপ্রদ ঘটনাই উপহার দেয়। এমনই একটি চমকপ্রদ ঘটনা ঘটেছিল আজকের দিনে ২২ বছর আগে, যে দিন বিজয়ী দলের এগারো জন খেলোয়াড়কেই ম্যাচের সেরা পুরস্কার দেওয়া হয়েছিল।

১৯৯৬-এর ৩ এপ্রিল গায়ানায় ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হয়েছিল নিউজিল্যান্ড। সেই ম্যাচে প্রথমে ব্যাট করে নিউজিল্যান্ড শেষ হয়ে যায় ১৫৮ রানে। জবাবে ব্যাট করে ১৫৪ রানে অল আউট হয় ওয়েস্ট ইন্ডিজ। নিউজিল্যান্ড জেতে চার রানে।

কিন্তু সমস্যা হয় ম্যাচের সেরা পুরস্কার কাকে দেওয়া হবে তা নিয়ে। কারণ এই ম্যাচে ৪১-এর ওপরে কেউ রান করেননি আবার বল হাতেও দু’টো উইকেটের বেশি উইকেটও কেউ নেয়নি। তখনই সিদ্ধান্ত নেওয়া হয় নিউজিল্যান্ডের এগারো জন ক্রিকেটারকেই ম্যাচের সেরার পুরস্কার দেওয়া হবে।

বিশ্ব ক্রিকেটে এই ধরনের ঘটনা অবশ্য আরও একটি রয়েছে। সেটি ঘটেছিল একটি টেস্ট ম্যাচে। দক্ষিণ আফ্রিকা বনাম ওয়েস্ট ইন্ডিজের সেই টেস্টে প্রোতিয়াদের এগারো জনকেই ম্যাচের সেরার পুরস্কার দেওয়া হয়।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here