ওয়েবডেস্ক: সদ্য সমাপ্ত জিম্বাবোরে সিরিজে একের পর এক রেকর্ড ভেঙেছেন পাকিস্তানের ওপেনার ফাকর জামান। প্রথমে তিনি হয়েছিলেন একদিনের ক্রিকেটে পাকিস্তানের প্রথম দ্বিশতরানকারী, পরে তিনি হলেন দ্রুততম এক হাজার রানকারী। এ বার আরও দু’টো রেকর্ড করে ফেললেন তিনি।
আরও পড়ুন একদিনের ক্রিকেটে বিশ্বরেকর্ড, ভিভ রিচার্ডসকে টপকালেন এই ক্রিকেটার
দু’বার আউট হওয়ার মধ্যে সব থেকে বেশি রান করার রেকর্ড করেছেন জামান। ব্যাপারটা একটু খোলসা করে বলা যাক। রবিবার জিম্বাবোয়ের বিরুদ্ধে পঞ্চম একদিনের ম্যাচে ৮৫ রান করে আউট হয়েছিলেন তিনি। এর আগে শেষ বার তিনি আউট হয়েছিলেন প্রথম একদিনের ম্যাচে। তার পর দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ একদিনের ম্যাচে তাঁকে আউট করা যায়নি। প্রথমে তিনি করেছিলেন ১১৭, তার পর ৪৩ এবং চতুর্থ একদিনের ম্যাচে তাঁর ব্যাট থেকে বেরিয়েছিল ২১০। তিন বারই তিনি ছিলেন অপরাজিত। অর্থাৎ দু’বার আউট হওয়ার মাঝে তাঁর ব্যাট থেকে বেরিয়েছে ৪৫৫ রান।
আরও একটা রেকর্ড করেছেন তিনি। পাঁচ ম্যাচের একদিনের সিরিজে জামানই প্রথম ব্যাটসম্যান যিনি পাঁচশোর ওপরে রান করলেন। এই সিরিজে মোট ৫১৫ রান করেছেন তিনি।