hanuma vihari
হনুমা বিহারী। ছবি স্ক্রল.ইন

ওয়েবডেস্ক: ইংল্যান্ড সিরিজের চতুর্থ এবং পঞ্চম টেস্টের জন্য বেছে নেওয়া ভারতীয় দলে চমক রয়েছে। রান না পাওয়া মুরলী বিজয় এবং কুলদীপ যাদবের বদলে দলে নেওয়া হয়েছে পৃথ্বী শ এবং হনুমা বিহারীকে।

গত ফেব্রুয়ারিতে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে ভারতীয় দলকে চ্যাম্পিয়ন করা অধিনায়ক পৃথ্বী শ-কে অনেকেই চেনেন, কিন্তু হনুমা বিহারী পরিচিত নাম নন। অথচ এই মুহূর্তে হনুমার এমন একটি রেকর্ড রয়েছে যেটা বর্তমানে ভারতের আর কোনো ক্রিকেটারের নেই।

আরও পড়ুন ‘বুকির সঙ্গে যোগাযোগ ছিল বিশ্বজয়ী ভারতীয় দলের ক্রিকেটারের’: আইপিএল তদন্তকারী অফিসার

গত ১৯ বছর এই প্রথমবার ভারতীয় দলে সুযোগ পেলেন অন্ধ্রপ্রদেশের কোনো ক্রিকেটার। এই মুহূর্তে প্রথম শ্রেণির ক্রিকেটে হনুমার গড় ৫৯.৭৯। ৫০ বা তার বেশি ম্যাচ খেলা বর্তমানে ভারতের আর কোনো ক্রিকেটারেরই এই গড় নেই।

গত আট বছরে প্রথম শ্রেণির ক্রিকেটে ১৯টা শতরান এবং ৪১টা অর্ধশতরান করেছেন হনুমা।