rain

ওয়েবডেস্ক: চলতি ক্রিকেট বিশ্বকাপে ফের এক বার বৃষ্টির ভ্রূকুটি। গত সোমবার দক্ষিণ আফ্রিকা বনাম ওয়েস্ট ইন্ডিজ ম্যাচ শুরু হলেও, বৃষ্টির জন্য তা বাতিল হয়ে যায়। ঠিক তার পরের দিনই, মঙ্গলবার বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ম্যাচও একই কারণে বাতিল হয়ে গেল।

ব্রিস্টল কাউন্টি গ্রাউন্ডে একটিও বল খেলা হল না। ফলে পয়েন্ট ভাগাভাগিতেই সন্তুষ্ট থাকতে হল এশিয়ার দুই দলকে। পয়েন্ট ভাগাভাগির পর ৪ ম্যাচে ৪ পয়েন্ট হল শ্রীলঙ্কার। তারা পঞ্চম স্থানে রয়েছে। অন্য দিকে ৪ ম্যাচে ৩ পয়েন্ট বাংলাদেশের। তারা সপ্তম স্থানে।

উল্লেখ্য, ২০১৯ বিশ্বকাপে সব থেকে বেশি ম্যাচ বৃষ্টির জন্য পরিত্যক্ত হল। গত সপ্তাহে শ্রীলঙ্কা বনাম পাকিস্তান ম্যাচও পরিত্যক্ত হয়ে যায়। এর আগে ১৯৯২ এবং ২০০৩ বিশ্বকাপে সব চেয়ে বেশি ম্যাচ পরিত্যক্ত হয়ে যায়। মোট দু’টি।

আরও পড়ুন বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন তারকা ভারতীয় ক্রিকেটার

আগামী ১৫ জুন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে মাঠে নামবে শ্রীলঙ্কা। অন্য দিকে ১৭ জুন ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে মাঠে নামবে বাংলাদেশ।

একটি উত্তর ত্যাগ

Please enter your comment!
Please enter your name here