Homeখেলাধুলোক্রিকেটএই রঞ্জিই তাঁর শেষ ক্রিকেট মরশুম, ঘোষণা করলেন ঋদ্ধিমান সাহা

এই রঞ্জিই তাঁর শেষ ক্রিকেট মরশুম, ঘোষণা করলেন ঋদ্ধিমান সাহা

প্রকাশিত

কলকাতা: ক্রিকেট থেকে অবসর নেওয়ার কথা ঘোষণা করলেন ভারতীয় দলের উইকেটকিপার ঋদ্ধিমান সাহা। তিনি তাঁর ‘এক্স’ হ্যান্ডেলে এ কথা জানিয়েছেন। আপাতত বাংলার হয়ে রনজি ট্রফির ম্যাচ খেলছেন ঋদ্ধিমান। রনজি ট্রফির ম্যাচই হবে তাঁর শেষ ক্রিকেট ম্যাচ। এ কথা জানিয়ে দিয়েছেন ঋদ্ধিমান।

‘এক্স’ হ্যান্ডেলে ঋদ্ধিমান লিখেছেন, “ক্রিকেটে একটা উপভোগ্য জীবনের পরে এটাই হবে আমার শেষ মরশুম। অবসর নেওয়ার আগে রনজি ট্রফিতে খেলছি। শেষ বার বাংলার প্রতিনিধিত্ব করতে পেরে আমি সম্মানিত বোধ করছি। চলুন, এই মরশুমকে স্মরণীয় করে রাখি।”

বাংলার হয়ে রঞ্জি ট্রফি খেলবেন বলে এ বছরই ত্রিপুরা থেকে চলে আসেন ঋদ্ধিমান। এখনও পর্যন্ত বাংলা রঞ্জিতে ৩টি ম্যাচ খেলেছে। ম্যাচ বাকি কর্নাটক ও মধ্যপ্রদেশের সঙ্গে। দুটি ম্যাচই হবে কলকাতায়। বাংলা যদি রঞ্জির নকআউট পর্যায়ে যেতে না পারে তা হলে কলকাতাতেই ঋদ্ধিমান তাঁর শেষ ম্যাচ খেলবেন।

ধোনি-পরবর্তী সময়ে ভারতের সবচেয়ে সফল উইকেটকিপার নিঃসন্দেহে ঋদ্ধিমান সাহা। তিনিই ছিলেন দেশের এক নম্বর উইকেটকিপার। ৪০টি টেস্ট ম্যাচে ভারতের প্রতিনিধিত্ব করেছেন। ভারতের হয়ে আন্তর্জাতিক একদিনের ম্যাচ খেলেছেন ৯টি। দীর্ঘদিন আইপিএল-এ খেললেও দেশের হয়ে আন্তর্জাতিক টি২০ ম্যাচে প্রতিনিধিত্ব করার সুযোগ পাননি ঋদ্ধিমান।  

৪০টি টেস্ট ম্যাচে ঋদ্ধিমান ক্যাচ ধরেছেন ৯২টি, স্টাম্প করেছেন ১২ জনকে। ঋদ্ধিমান শুধু যে উইকেটকিপার হিসাবেই দক্ষ তা নয়, ব্যাটিং-এও তিনি তুখোড়। ৩টি টেস্ট সেঞ্চুরি আছে ঋদ্ধিমানের দখলে। টেস্টে তাঁর সর্বাধিক রান ১১৭।

২০০২-০৩ সালে কোচবিহার ট্রফিতে অনূর্ধ্ব ১৯ বাংলা দলের হয়ে খেলে আত্মপ্রকাশ শিলিগুড়ির পাপালি তথা ঋদ্ধিমানের। ২০০৬-এ বাংলার হয়ে প্রথম রঞ্জি খেলতে নেমে হায়দরাবাদের বিরুদ্ধে সেঞ্চুরি করেন তিনি। দিনটা ছিল ৪ নভেম্বর। ঠিক ১৮ বছর পর ৩ নভেম্বর ক্রিকেট থেকে অবসর নেওয়ার কথা জানিয়ে দিলেন ঋদ্ধিমান সাহা।       

সাম্প্রতিকতম

মানবভ্রূণের মস্তিষ্কের প্রথম থ্রি ডি ডিজিটাল ইমেজ, চিকিৎসাবিজ্ঞানে নয়া দিশা দেখাল আইআইটি মাদ্রাজ      

অসম্ভবকে সম্ভব করে দেখালেন আইআইটি মাদ্রাজের গবেষকেরা। মায়ের গর্ভে মানবভ্রূণের মস্তিষ্ককে কেমন দেখতে হয়?...

আইএসএল ২০২৪-২৫: পিছিয়ে থেকে শেষ দশ মিনিটে দু’টি গোল, কেরলের বিরুদ্ধে জয় ছিনিয়ে নিল মোহনবাগান   

মোহনবাগান সুপার জায়ান্ট: ৩ (জেমি ম্যাকলারেন, জেসন কামিংস, আলবার্তো রদ্রিগুয়েজ) কেরল ব্লাস্টার্স: ২ (খেসুস...

নয়া অপারেটিং সিস্টেম আনল গুগল

অ্যান্ড্রয়েড ছাড়াও নতুন অপারেটিং সিস্টেম Android XR লঞ্চ করল গুগল। এক্সটেন্ডেড রিয়েলিটি (XR) এবং...

স্ট্রিট ফুডে ভারতের সেরা ১০ শহরের তালিকায় রয়েছে কোন কোন শহর

স্থানীয় অঞ্চলের সাংস্কৃতিক ঐতিহ্য, স্থানীয় খাবারের স্বাদ, অনেক ইতিহাস জড়িয়ে থাকে স্ট্রিট ফুডের সঙ্গে।...

আরও পড়ুন

‘মনে হয়েছিল সচিন আমাকে সাহায্য করেনি…’, বিনোদ কাম্বলির অকপট স্বীকারোক্তি

মুম্বইয়ের স্কুল ক্রিকেটের ইতিহাসে অন্যতম প্রতিভাবান দুই খেলোয়াড় হিসেবে সবসময়ই আলোচনায় চলে আসেন সচিন...

ভারত-অস্ট্রেলিয়া ২য় টেস্ট: গোলাপি বলে দিন-রাতের টেস্টে সহজেই খতম রোহিতরা, ১০ উইকেটে জয় কামিন্সদের  

ভারত: ১৮০ ও ১৭৫ (নীতীশ কুমার রেড্ডি ৪২, প্যাট কামিন্স ৫-৫৭, স্কট বোল্যান্ড  ৩-৫১,...

ভারত-অস্ট্রেলিয়া ২য় টেস্ট: মিচেল স্টার্কের বিধ্বংসী বলে চাপে রোহিতরা, দিনের শেষে স্বস্তিতে অসিরা

ভারত: ১৮০ (নীতীশ রেড্ডি ৪২, কে এল রাহুল ৩৭, মিচেল স্টার্ক ৬-৪৮, প্যাট কামিন্স...
কেন লক্ষ্মীর পাঁচালি পাঠ করা হয় রতন টাটার সেরা উক্তি যা আপনাকে অনুপ্রাণিত করবে