কলকাতা: ভারতীয় দল থেকে অপসারিত হওয়ার পর ঋদ্ধিমান সাহা সিদ্ধান্ত নিয়েছিলেন বাংলার হয়ে আর রঞ্জি খেলবেন না। কিন্তু চলতি আইপিএলে গুজরাতের হয়ে দুরন্ত পারফরম্যান্স, ফের রঞ্জির অন্দরে ফিরিয়ে আনল ঋদ্ধিকে। সোমবারই রঞ্জি ট্রফির নকআউট পর্বের জন্য বাংলার দল ঘোষণা হল। দলে রয়েছেন ঋদ্ধিমান সাহা, মহম্মদ শামি।
সোমবার সিএবি সভাপতি অভিষেক ডালমিয়া, সচিব স্নেহাসিস গঙ্গোপাধ্যায়, যুগ্মসচিব দেবব্রত দাস, কোচ অরুণ লাল, বাংলা দলের অধিনায়ক অভিমন্যু ঈশ্বরণরা বৈঠকের পরে দল ঘোষণা করেন। বৈঠকে ছিলেন সিএবি-র ডিরেক্টর অব ক্রিকেট অপারেশনস জয়দীপ মুখোপাধ্যায়ও।
২২ জনের দলে রয়েছেন মনোজ তিওয়ারি, ঋদ্ধিমান সাহা, মহম্মদ শামি, অনুষ্টুপ মজুমদারের মতো অভিজ্ঞ ক্রিকেটার। রঞ্জির কোয়ার্টার ফাইনালের আগে আইপিএল শেষ হয়ে যাবে। ফলে ঋদ্ধির খেলা নিয়ে কোনো সংশয় নেই। অবশ্য শামিকে পাওয়া যাবে কি না তা নির্ভর করবে বিসিসিআইয়ের ছাড়পত্রের উপর।
বাংলা দলের বাকি ক্রিকেটাররা হলেন সুদীপ চট্টোপাধ্যায়, শাহবাজ আহমেদ, অভিষেক রমন, ঋত্বিক চট্টোপাধ্যায়, সায়ন শেখর মণ্ডল, মুকেশ কুমার, আকাশ দীপ, ঈশান পোড়েল, কৌশিক ঘোষ, ঋত্বিক রায় চৌধুরী, প্রদীপ্ত প্রামাণিক, করণ লাল, নীলকণ্ঠ দাস, সুদীপ ঘরামি, অভিষেক পোড়েল, মহম্মদ কাইফ, অঙ্কিত মিশ্র।
কোয়ার্টার ফাইনাল শুরু হবে ৪ জুন থেকে। চারটি কোয়ার্টার ফাইনালই হবে বেঙ্গালুরুতে। সেমিফাইনাল, ফাইনালও হবে বেঙ্গালুরুতে। বাংলার বিরুদ্ধে খেলতে নামবে ঝাড়খণ্ড।
আরও পড়তে পারেন
মজুত পেট্রোল শেষ, কেনার জন্য নেই ডলার, দেশবাসীকে বার্তা শ্রীলঙ্কার প্রধানমন্ত্রীর
‘কোনো গোপনীয়তা নেই’, তাজ মহলের ২২টি কুঠুরির ছবি প্রকাশ করে জানাল এএসআই
এএসআই-এর খননকার্য আর-এক বার প্রমাণ করল কলকাতার কোনো জন্মতারিখ নেই, কোনো জন্মদাতাও নেই
নির্ধারিত সময়ের পাঁচ দিন আগে আন্দামানে ঢুকে গেল বর্ষা
খবরের সব আপডেট পড়ুন খবর অনলাইনে। লাইক করুন আমাদের ফেসবুক পেজ। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল।