কলকাতা: দু’বছর পর ফের রঞ্জি ট্রফিতে খেলতে পারেন ঋদ্ধিমান সাহা। আগামী ৯ মার্চ থেকে শুরু হওয়া রঞ্জি ট্রফির ফাইনালে জন্য নির্বাচিত দলে রাখা হল ঋদ্ধিকে। দলে যখন রাখা হয়েছে, তখন তিনি খেলবেন, সেটা ধরেই নেওয়া যায়।
রঞ্জি ট্রফির ফাইনালে উঠলেও বাংলার ব্যাটিং এ বার আহামরি কিছু হচ্ছে না। টপ অর্ডার মাঝেমধ্যেই ব্যর্থ হচ্ছে। এই পরিস্থিতিতে ঋদ্ধিকে খেলালে বাংলার ব্যাটিং আরও শক্তিশালী হতে পারে বলে মনে করা হচ্ছে। কোচ অরুণ লালও ফাইনালে ঋদ্ধিকে দলে চেয়েছিলেন।

এ দিন বিকেলেই বাংলার দল নির্বাচন করা হয়েছে। ঋদ্ধিকে রাখা হলেও, অপর তারকা মহম্মদ শামিকে দলে রাখা হয়নি। আসলে যে বোলিং কম্বিনেশন বাংলাকে জয় এনে দিচ্ছে, সেটাকে আর না ভাঙাই ভালো বলে মনে করছেন নির্বাচকরা।
ফাইনালের জন্য নির্বাচিত ১৬ জনের দলে রয়েছেন, অভিমন্যু, মনোজ, ঋদ্ধিমান, অনুষ্টুপ, শ্রীবৎস, সুদীপ, অভিষেক রমন, অর্ণব নন্দী, শাহবাজ, ঈশান, মুকেশ কুমার, আকাশ দীপ, শ্রেয়ান চক্রবর্তী, নীলকণ্ঠ দাস, অগ্নিভ পান এবং সুদীপ ঘরামি।
আরও পড়ুন করোনা-আতঙ্ক ক্রিকেট মাঠেও, ভাইরাস আটকাতে অভিনব পন্থা নিলেন ইংল্যান্ডের ক্রিকেটাররা
এ দিকে ফাইনালে বাংলার মুখোমুখি কে হবে, সেটা এখনও নির্ধারিত না হলেও, সেমিফাইনালের ম্যাচে গুজরাতের থেকে অনেকটাই এগিয়ে রয়েছে সৌরাষ্ট্র। বুধবার বোঝা যাবে ফাইনালে কাকে পাবে অরুণ লালের দল। তবে প্রতিপক্ষ যে-ই হোক, ফাইনাল খেলতে বাইরেই যেতে হবে বাংলাকে।