wriddhiman saha

ওয়েবডেস্ক: হ্যামস্ট্রিংয়ে চোটের জন্য তৃতীয় টেস্ট থেকেও ছিটকে গেলেন ঋদ্ধিমান সাহা। দ্বিতীয় টেস্টে ঋদ্ধিমানের জায়গায় দলে আসেন পার্থিব পটেলকে। এ বার দ্বিতীয় উইকেটকিপার হিসাবে দলে নেওয়া হল দীনেশ কার্তিককে।

সেঞ্চুরিয়ান টেস্টের প্রাক্কালে হ্যামস্ট্রিংয়ে চোট পান ঋদ্ধি। সেই জন্য তাঁর বদলে দলে সুযোগ পান পার্থিব। কিন্তু এই টেস্টে পার্থিবের পারফর্মেন্সে প্রশ্নচিহ্ন উঠতে শুরু করেছে। প্রথম ইনিংস হাসিম আমলার গুরুত্বপূর্ণ ক্যাচ ফেলেন তিনি। দ্বিতীয় ইনিংসেও উইকেটের পেছনে সাবলীল ছিলেন না তিনি। ব্যাট হাতেও ব্যর্থ হয়েছেন পার্থিব। অন্য দিকে প্রথম টেস্টে দশটা ক্যাচ নিয়ে বিশ্বরেকর্ড করেছেন ঋদ্ধি।

মঙ্গলবার একটি প্রেস বিবৃতিতে বিসিসিআইয়ের সচিব অমিতাভ চৌধুরী বলেন, “তৃতীয় টেস্টের জন্য ঋদ্ধিমানের পরিবর্ত হিসেবে দীনেশ কার্তিককে বেছে নিয়েছে বিসিসিআই। তৃতীয় টেস্টের আগেই দলে যোগ দেবেন তিনি।”

২০১০-এ বাংলাদেশের বিরুদ্ধে শেষবার টেস্ট খেলেছিলেন ২৩ টেস্টের অভিজ্ঞতাসম্পন্ন কার্তিক। যদিও একদিনের দলে তিনি এখন নিয়মিত সদস্য।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here