cc2

ওয়েবডেস্ক: টি২০ সিরিজ দিয়ে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে অ্যাওয়ে ট্যুর শুরু করবে ভারত। চলতি মাসে ঘরের মাঠে রোহিত শর্মার নেতৃত্বে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি২০ সিরিজ জিতেছে ভারত। সিরিজ শুরুর আগে সেই রোহিতের প্রশংসা করলেন অস্ট্রেলিয়ার অলরাউন্ডার ব্যাটসম্যান গ্লেন ম্যাক্সওয়েল।

maxwell
গ্লেন ম্যাক্সওয়েল

আরও পড়ুন: হ্যারি কেনের গোলে ক্রোয়েশিয়ার বিরুদ্ধে মধুর প্রতিশোধ ইংল্যান্ডের

‘ডিরেক্ট হিট’কে দেওয়া এক সাক্ষাৎকারে ম্যাক্সওয়েল জানান, “ও স্বচ্ছন্দ। বাকি খেলোয়াড়দের থেকে ও আলাদা। দেখে মনে ওর হাতে অঢেল সময়। ওর ব্যাটিং দেখে মনে হয় খুব সহজ। যেটা দেখতেও খুব ভালো লাগে। ক্রিকেটকে দেখে আরও সহজ মনে হয় যখন ও ব্যাট করে এবং স্টেডিয়ামের সব জায়গায় বল পাঠিয়ে দেয়। পেস এবং স্পিনের বিরুদ্ধে ও খুব ভালো। ইচ্ছেমতো যতদূর পারে বল পাঠিয়ে দেয়। ও একজন স্টার। একদিনের ক্রিকেটে ওর অনেকগুলি দ্বিশতরান আছে। ওর ২৬৪ একদিনের ক্রিকেটে সর্বোচ্চ। আপনি ওকে থামাতে পারবেন না।”

 

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here