ওয়েবডেস্ক: সৌরভ গঙ্গোপাধ্যায় সম্পর্কে বরাবরই যথেষ্ট শ্রদ্ধাশীল যুবরাজ সিংহ। একবার তো তিনি বলে দিয়েছিলেন যে সৌরভের মতো অধিনায়কের জন্য তিনি জীবন দিতেও তৈরি। ফের একবার সৌরভ সম্পর্কে উজ্জ্বল মন্তব্য করলেন তিনি।
তাঁর সাফ কথা, বিসিসিআইয়ের সভাপতির আসনে সৌরভ বসায় ভারতীয় ক্রিকেটের উজ্জ্বল ভবিষ্যৎ তিনি দেখতে পাচ্ছেন।
যুবরাজ বলেন, ভারতীয় ক্রিকেটারদের মধ্যে একটা ভীতি এতদিন কাজ করছিল যে শারীরিক অসুস্থতার জন্য সাময়িক বিরতি নিতে চাইলে বোর্ডের সমর্থন পাওয়া যেত না। কিন্তু সৌরভ সভাপতি হওয়ায় সেই পরিস্থিতি বদলে যাবে বলে মনে করেন যুবি।
যুবরাজের কথায়, “গ্লেন ম্যাক্সওয়েলের কথা ভাবুন। কিছুদিন আগে ও বলল মানসিক অসুস্থতার জন্য খেলা থেকে সাময়িক বিরতি নিচ্ছে। অস্ট্রেলিয়ার ক্রিকেট বোর্ড ওর পুরোপুরি পাশে দাঁড়িয়ে গেল।”
আরও পড়ুন দিনরাতের টেস্ট নিয়ে চূড়ান্ত আশ্বাস দিলেন সৌরভ
তিনি যোগ করেন, “এই ব্যাপারটাই এতদিন ভারতীয় ক্রিকেটে ছিল না। যার ফলে ক্রিকেটারদের মধ্যে সবসময় একটা নিরাপত্তাহীনতা কাজ করত।”
এই প্রসঙ্গেই তিনি বলেন, “এই ব্যাপারটাই বদলে দিতে পারে সৌরভ। কারণ একজন প্রশাসকের চোখে ক্রিকেট এবং একজন ক্রিকেটারের চোখে ক্রিকেট, সম্পূর্ণ আলাদা দুটো ব্যাপার।”
তিনি যোগ করেন, “একজন সফল অধিনায়ক ক্রিকেট বোর্ড চালাবেন ক্রিকেটারদের কথা ভেবেই। ফলে ক্রিকেটারদের কথা আরও বেশি করে শোনা হবে। এটা আগে হত না। বোর্ড নিজেদের মতো সিদ্ধান্ত নিত আর ক্রিকেটারদের কোনো কথাই শোনা হত না।”