খবরঅনলাইন ডেস্ক: মাত্র একটা ওভারেই ভাগ্য ঘুরে গেল তাঁর। রাজস্থান রয়্যাল্সের ভক্তদের কাছে ভিলেন থেকে রাতারাতি হিরো হয়ে গেলেন রাহুল তেওয়াটিয়া (Rahul Tewatia)। রবিবার রাতে রাতারাতি নায়ক বনে যাওয়া এই তেওয়াটিয়াকে একটা বিশেষ কারণে ধন্যবাদ জানাচ্ছেন যুবরাজ সিংহ।
রবিবার শারজায় ওয়েস্ট ইন্ডিজের শেলডন কটরেলের (Sheldon Cotrell) ওভারে পাঁচটা ছক্কা হাঁকালেন তেওয়াটিয়া। প্রথম চারটে বলে চারটে ছয়ের পরে সবাই ধরেই নিয়েছিলেন নস্টালজিয়ার শারজায় যুবির ছয় ছক্কার রেকর্ড হয়তো ছুঁয়ে ফেলবেন তেওয়াটিয়া। কিন্তু কটরেলের প্রথম চার বলে চারটি ছক্কা মারলেও পঞ্চম বলটা মাঠের বাইরে পাঠাতে পারেননি তিনি। যদিও শেষ বলে কটরেলকে আবার গ্যালারিতে ছুড়ে ফেলেন তেওয়াটিয়া।
তাঁর ৩১ বলে ৫৩ রানের জন্যে ৩ বল বাকি থাকতেই ম্যাচ জিতে নেয় রাজস্থান। সঞ্জু স্যামসন ৪২ বলে ৮৫ রানের মূল্যবান ইনিংস খেলেন। কিন্ত কিংস ইলেভেন পঞ্জাব-রাজস্থান রয়্যালস ম্যাচের গেমচেঞ্জার আসলে তেওয়াটিয়া।
তাঁর ব্যাটে ছয়ের বৃষ্টি দেখে অবাক যুবরাজ সিংহও (Yuvraj Singh)। বিস্মিত যুবি টুইট করেন, “রাহুল তেওয়াটিয়া, না ভাই না। একটা বল মিস করার জন্য ধন্যবাদ। কী দুর্দান্ত ম্যাচ।”
২০০৭ সালের টি টোয়েন্টি বিশ্বকাপে ইংল্যান্ডের স্টুয়ার্ট ব্রডকে ছ’টি ছক্কা মেরেছিলেন যুবি। রবিবার যুবিকে প্রায় ছুঁয়ে ফেলেছিলেন তেওয়াটিয়া। কটরেলের পঞ্চম বলটা মিস করায় শেষ পর্যন্ত আর রেকর্ড গড়া হল না তেওয়াটিয়ার।
খবরঅনলাইনে আরও পড়তে পারেন
ক্রিকেটের ইতিহাসে এটাই কি সেরা ফিল্ডিং! নিশ্চিত ৬ বাঁচিয়ে এখন চর্চার কেন্দ্রে নিকোলাস পুরান
খবরের সব আপডেট পড়ুন খবর অনলাইনে। লাইক করুন আমাদের ফেসবুক পেজ। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল।