yuvraj targetting ipl

ওয়েবডেস্ক: জীবন জয়ী যুবরাজের কাছে এখন আইপিএল-ই মঞ্চ নিজেকে প্রমাণ করার।

নিজের জীবনে অনেক রকমের পরিস্থিতির সম্মুখীন হয়েছেন তিনি। ভারতের ২০১১ বিশ্বকাপ জেতার অন্যতম নায়ক যুবরাজ সিং। কিন্তু তার পর থেকেই দলে নিয়মিত তাঁকে পাননি ক্রিকেট সমর্থকরা। মাঝে মারণ রোগ ক্যান্সারে আক্রান্ত হয়েছিলেন। তা জয় করে মাঠে ফিরলেও, আগার মতো ধারাবাহিকতায় তাঁকে পাওয়া যায়নি। শেষ একদিনের ম্যাচ খেলেছিলেন ২০১৭ সালে।

কিন্তু সেখানেই থামতে চান না যুবি। ফিরতে চান জাতীয় দলে। ২০১৯ পর্যন্ত খেলেই নিতে চান অবসর। আর ২০১৯ পর্যন্ত খেলতে চাওয়া মানে যে বিশ্বকাপের দলে থাকার চেষ্টা, তা সকলেই বোঝেন। সোমবার লরেস স্পোর্টস অ্যাওয়ার্ডস অনুষ্ঠানে নিজের এই লক্ষ্যের কথা জানিয়েছেন পঞ্জাব কে পুত্তর। পাশাপাশি তিনি জানিয়েছেন, ভাপতীয় দলে ফিরে আসার জন্য এবারের আইপিএল-কেই পাখির চোখ করেছেন তিনি। পঞ্জাবের হয়ে ভালো পারফরমেন্স করার জন্য মুখিয়ে আছেন যুবরাজ সিং।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here