সিঙ্গাপুর: আলোচনা শুরু হয়ে গিয়েছিল দাবাভক্তদের মধ্যে। তা হলে কি এ বছর বিশ্ব চ্যাম্পিয়নশিপের ফয়সালা টাইব্রেকারেই হবে? কারণ আগের ৭টা ম্যাচের ফল। পর পর সাতটি ম্যাচ ড্র হয়েছিল। কিন্তু একাদশ ম্যাচে এসে গুরুত্বপূর্ণ জয় পেলেন ডি গুকেশ। ফলে তিনি বিশ্বচ্যাম্পিয়ন ডিং লিরেনকে পিছনে ফেলে এগিয়ে গেলেন ৬-৫ ফলে।
রবিবার সিঙ্গাপুরে এ বারের দাবার বিশ্ব চ্যাম্পিয়নশিপের একাদশ ম্যাচ অনুষ্ঠিত হল। হাতে রইল আর ৩টি ম্যাচ। সেই তিনটিতে ড্র করতেই পারলে দাবার পরবর্তী বিশ্বচ্যাম্পিয়ন হবেন গুকেশ। এ রকম ঘটলে বিশ্বনাথন আনন্দের পর আবার এক বিশ্বচ্যাম্পিয়ন পাবে ভারত।
রবিবার সময়ের চাপ কিছুটা বেকায়দায় ফেলে দিলেন বিশ্বচ্যাম্পিয়নকে। সময় কমে আসায় গুকেশের চালের জবাব দিতে যতটা ভাবার সময় দরকার ছিল তা পাননি লিরেন। সেই সময় তাড়াহুড়ো করে একটা ভুল চাল দিয়ে ফেলেন তিনি। চাল দিয়েই লিরেন বুঝতে পেরে যান ভুল চাল দেওয়া হয়ে গিয়েছে। ফলে হার স্বীকার করে নেন তিনি।
দাবার বিশ্ব চ্যাম্পিয়নশিপের দ্বাদশ ম্যাচটি হবে সোমবার। আর বাকি দু’টি ম্যাচ বুধ ও বৃহস্পতিবার বাকি দু’টি খেলা হবে। ১১টা ম্যাচ হয়ে যাওয়ার পর ৬-৫ ফলে এগিয়ে আছেন গুকেশ। লিরেনকে লড়াইয়ে ফিরতে হলে বাকি তিনটি ম্যাচের মধ্যে অন্তত একটি জিততেই হবে। তা হলে এই গেম টাইব্রেকারে যেতে পারে। কিন্তু গোড়া থেকেই লিরেনের রক্ষণাত্মক খেলায় তার সম্ভাবনা খুব একটা দেখছেন না দাবা বিশেষজ্ঞরা। এখন দেখার গুকেশ মাত করেন, না কি লিরেন লড়াইয়ে ফিরতে পারেন।