daliya roy
ডালিয়া রায়। নিজস্ব চিত্র।

নিজস্ব সংবাদদাতা, জলপাইগুড়ি: জাতীয় জুনিয়ার অ্যাথলেটিক্স মিটে সোনা পেল জলপাইগুড়ির মেয়ে ডালিয়া। সে সোনা পেল ট্রায়াথলনে।

রাঁচিতে চলছে অনূর্ধ্ব ১৪ বয়সিদের জাতীয় জুনিয়ার অ্যাথলেটিক্স প্রতিযোগিতা। সোমবার সেই প্রতিযোগিতায় ট্রায়াথেলনে সোনা পেল ডালিয়া রায়। ট্রায়াথেলনের তিনটি বিভাগের প্রতিযোগিতায় ডালিয়া মোট ১৯৫৩ পয়েন্ট পায়। ডালিয়ার পরে দ্বিতীয় এবং তৃতীয় স্থানে আছে মহারাষ্ট্র এবং তামিলনাডুর দু’ জন প্রতিযোগী।

আরও পড়ুন এশিয়ান অ্যাথলেটিক্সে হেপ্টাথলনে সোনা জয় জলপাইগুড়ির স্বপ্নার

ডালিয়া ট্রায়াথেলনের তিনটি বিভাগের মধ্যে লোহার বল ছোড়ায় প্রথম, ১০০ মিটার দৌড়ে দ্বিতীয় এবং দীর্ঘ লম্ফনে তৃতীয় হয়। ডালিয়া ময়নাগুড়ি থানার মল্লিকপাড়া বিদ্যানিকেতনের অষ্টম শ্রেণির ছাত্রী এবং জলপাইগুড়ির আরওয়াইএ ক্লাবের একজন অ্যাথলেট।

২০১‌৭ সালে সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্য অ্যাথলেটিক্স মিটে অনূর্ধ্ব ১৪ বয়সিদের মধ্যে রাজ্যে সেরা অ্যাথলেটিক্সের শিরোপা পেয়েছিল ডালিয়া।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here