ইতিহাস দীপার, জিমন্যাস্টিক্সে অলিম্পিক্সের ফ্লোর মাতাবেন

0

খবর অনলাইন: ইতিহাস গড়ল ২২ বছরের বাঙালি তরুণী। আগরতলার দীপা কর্মকার প্রথম ভারতীয় মহিলা জিমন্যাস্ট হিসাবে রিও অলিম্পিক্সের ফ্লোর মাতাবেন। শুধু তা-ই নয়, গত ৫২ বছরে কোনও ভারতীয় পুরুষ জিমন্যাস্টও এই যোগ্যতা অর্জন করতে পারেনি। জিমন্যাস্টিক্সের সবচেয়ে কঠিন ইভেন্ট ভল্টিং। রিও-তে যোগ্যতাঅর্জনের খেলায় এই ইভেন্টে প্রথম হয়েছেন দীপা। বিমের উপর হাতের চাপে শুন্যে শরীর ছুড়ে জোড়া ভল্ট দেওয়ার ইভেন্টেও দীপার পারফেক্ট টেন। এই খেলাটির পোশাকি নাম ‘প্রোদুনোভা ভল্ট’। এই কঠিন খেলাটিতেই সর্বশ্রেষ্ঠ হয়ে ইতিহাসে জায়গা করে নিয়ে দীপা প্রমাণ করলেন এই ইভেন্টে তিনি স্পেশালিস্ট।

ছ’ বার টানা জাতীয় চ্যাম্পিয়ন। পর পর দু’টো জাতীয় গেমসে পাঁচটি করে মোট দশটি সোনা। দু’ বছর আগে গ্লাসগোয় অনুষ্ঠিত কমনওয়েলথ গেমসে প্রথম ভারতীয় মহিলা জিমন্যাস্ট হিসাবে ব্রোঞ্জ পদক জেতার পর সোমবার রিও-তে ভল্টিংয়ে আন্তর্জাতিক সোনা জিতলেন। খেলাধূলার সব চেয়ে বড়ো আসরটি বসছে আগামী আগস্টে, ব্রাজিলের রাজধানী রিও-তে। সেখানে রাশিয়া, রোমানিয়া, চিন, আমেরিকার সেরা জিমন্যাস্টদের হারিয়ে দীপা দেশের জন্য পদক নিয়ে আসুক, এই সকলের প্রার্থনা।

dailyhunt

খবরের সব আপডেট পড়ুন খবর অনলাইনে। লাইক করুন আমাদের ফেসবুক পেজ। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল

বিজ্ঞাপন