dipa

ওয়েবডেস্ক: ২০১৬ অলিম্পিকে নিজের ইভেন্টে ফাইনালে উঠলেও শেষ পর্যন্ত পদক জিততে পারেননি জিমন্যাস্ট দীপা কর্মকার। আশা ছিল ২০২০ টোকিও অলিম্পিকে সেই স্বপ্ন পূরণ করবেন দীপা। কিন্তু ধাক্কা খেলেন তিনি।

বাকুতে চলা আর্টিস্টিক জিমন্যাস্টের ভল্ট ফাইনালে হাঁটুতে চোট পেলেন দীপা। ফলে আগামী সপ্তাহ থেকে শুরু হতে চলা দোহা বিশ্বকাপ থেকে নাম প্রত্যাহার করে নিলেন তিনি।

উল্লেখ্য এই দুটি বিশ্বকাপ থেকে অলিম্পিক জিমন্যাস্টিকসে আটটি ইভেন্টে কোয়ালিফাইং করার সুযোগ থাকবে।

২৫ বছর বয়সি এই জিমন্যাস্ট ৫৪০ ভল্ট হ্যান্ডফ্রন্ট দেন। যেখানে দুটি কোয়ালিফাইং রাউন্ডে তিনি স্কোর করেন ১৪.৪৬৬ এবং ১৪.১৩৩। গড় ১৪.২৯৯। তৃতীয় পজেশনে থেকে তিনি ভল্ট ফাইনালে কোয়ালিফাইং করেন।

প্রথম ভল্ট ফাইনালের ল্যান্ডিংয়ের সময় এই গুরুতর চোট পান দীপা।

ভারতীয় জিমন্যাস্ট ফেডারেশনের ভাইস প্রেসিডেন্ট রিয়াজ ভাটি জানান, “ফাইনালের আগেও ওর কিছুটা অসুবিধা ছিল। কিছুটা ব্যথা অনুভব করছিল। তবে ফিজিওর কাছে যাওয়ার পর কিছুটা সুস্থ বোধ করে। কিন্তু প্রথম ভল্টেই চোট পেয়ে যাওয়ার ফলে দ্বিতীয় ভল্টে আর নামেনি। একইসঙ্গে টুর্নামেন্ট থেকেও নাম প্রত্যাহার করে নেয়”।

একটি উত্তর ত্যাগ

Please enter your comment!
Please enter your name here