খেলরত্ন পাচ্ছেন দীপা, পেতে পারেন কোহলিও

0

অলিম্পিকে পদক পাননি কিন্তু চতুর্থ হয়ে দেশবাসীকে গর্বিত করেছেন। এবার দেশ সম্মান করতে চলেছে তাঁকে। খেলরত্ন সম্মান পেতে চলেছেন জিমন্যাস্ট দীপা কর্মকার। জাতীয় ক্রীড়া দিবসে রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় এই সম্মানে ভূষিত করবেন তাঁকে। শুধু দীপাই নন, খেলরত্ন পেতে পারেন টেস্ট দলের অধিনায়ক বিরাট কোহলিও। দীপার পাশাপাশি খেলরত্ন পেতে চলেছেন শুটার জিতু রাই-ও। সম্ভাবনা রয়েছে স্প্রিন্টার টিন্টু লুকারও। পিভি সিন্ধু বা কিদাম্বি শ্রীকান্ত যদি ব্যাডমিন্টনে পদক আনতে পারেন, খেলরত্ন দেওয়া হবে তাঁদেরও।

কোচেদের সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মন দ্রোণাচার্য পাওয়ার লড়াইতে রয়েছেন দীপার কোচ বিশ্বেশ্বর নন্দী।

অন্যদিকে অর্জুন পুরস্কার পেতে চলেছেন টেস্ট দলের সহ অধিনায়ক অজিঙ্কা রাহানে, হকি খেলোয়ার ভি আর রঘুনাথ, বক্সার শিব থাপা, স্টিপলচেজার ললিতা বাবর, সৌরভ কোঠারি(বিলিয়ার্ড), অপূর্বি চান্ডেলা(শুটার), রজত চৌহান(তিরন্দাজ)।  

dailyhunt

খবরের সব আপডেট পড়ুন খবর অনলাইনে। লাইক করুন আমাদের ফেসবুক পেজ। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল

বিজ্ঞাপন