জয় দিয়েই কলকাতা প্রিমিয়ার লিগের যাত্রা শুরু করল ইস্টবেঙ্গল। ভবানীপুর এফ সি-কে ২-১ গোলে হারাল মর্গানের দল। ম্যাচের ২০ মিনিটে জিতেন মুর্মুর গোলে এগিয়ে যায় ইস্টবেঙ্গল। কিন্তু সেই লিড মাত্র ১১ মিনিট ধরে রাখে লালহলুদ ব্রিগেড। ৩১ মিনিটের মাথায় গোল শোধ করেন ভবানীপুরের নাইজিরীয় স্ট্রাইকার ওরক এসেন। ১-১ অবস্থাতেই শেষ হয় প্রখমার্ধের খেলা। ৫৩ মিনিটে লালরিনডিকার গোলে এগিয়ে যায় ইস্টবেঙ্গল। সেই গোল আর ম্যাচের শেষ পর্যন্ত শোধ করতে পারেনি ভবানীপুর। প্রথম ম্যাচের শেষে হাসি মুখেই বাড়ি ফিরলেন কল্যানী স্টেডিয়ামে হাজির ইস্টবেঙ্গল সমর্থকরা।
খবরের সব আপডেট পড়ুন খবর অনলাইনে। লাইক করুন আমাদের ফেসবুক পেজ। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল।