বেঙ্গালুরুর কাছে হেরে লিগ খেতাব থেকে দূরে সরে গেল ইস্টবেঙ্গল

0

খবর অনলাইন: আই লিগে নিজেদের সব থেকে গুরুত্বপূর্ণ ম্যাচে বেঙ্গালুরু এফসির কাছে ৩-১ গোলে হেরে গেল ইস্টবেঙ্গল। সেই সঙ্গে আই লিগের চ্যাম্পিয়নশিপ থেকে অনেক দূরে সরে গেল তারা। এ দিন ডু ডংয়ের গোলে প্রথমেই এগিয়ে যায় ইস্টবেঙ্গল। কিন্তু খাবরা-সৌমিকদের নিয়ে সাজানো রক্ষণ এর ফায়দা তুলতে ব্যর্থ হয়। ঠিক দু’মিনিট পরেই লিংদোর গোলে সমতা ফেরায় বেঙ্গালুরু। ৬৩ মিনিটে দ্বিতীয় গোল করে বেঙ্গালুরু। এর সাত মিনিটের মধ্যেই তিন নম্বর গোল খেয়ে ম্যাচ থেকে হারিয়ে যায় ইস্টবেঙ্গল। ২৯ পয়েন্ট নিয়ে লিগ টেবিলে শীর্ষে উঠে গেল বেঙ্গালুরু। মেহতাব হোসেন, দীপক মণ্ডলদের বেঞ্চে বসিয়ে রাখা আর লোবোকে অনেক পরে নামানোর জন্য ইস্টবেঙ্গল কোচ বিশ্বজিৎ ভট্টাচার্যের স্ট্র্যাটেজি প্রশ্নের মুখে পড়েছে।

dailyhunt

খবরের সব আপডেট পড়ুন খবর অনলাইনে। লাইক করুন আমাদের ফেসবুক পেজ। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল

বিজ্ঞাপন