সচিনের রেকর্ড ভেঙে টেস্টে কনিষ্ঠতম দশহাজারি ইংল্যান্ডের কুক

0

খবর অনলাইন: সচিন তেন্ডুলকরের রেকর্ডও ভাঙা যায়, প্রমাণ করলেন ইংল্যান্ডের অধিনায়ক অ্যালেস্টার কুক। কনিষ্ঠতম টেস্ট ক্রিকেটার হিসেবে ১০,০০০ রান পূর্ণ করলেন তিনি। সেই সঙ্গে ১২ নম্বর সদস্য হিসেবে দশ হাজারি ক্লাবে নিজের জায়গা করে নিলেন। আজ, সোমবার শ্রীলঙ্কার বিরুদ্ধে দ্বিতীয় টেস্টের দ্বিতীয় ইনিংস চলাকালীন এই কৃতিত্ব অর্জন করলেন তিনি।

এত দিন এই রেকর্ডটি ছিল সচিন তেন্ডুলকরের কব্জায়। ২০০৫-এর মার্চে ইডেন গার্ডেনসে পাকিস্তানের বিরুদ্ধে দশ হাজার রান ছোঁয়ার দিন সচিনের বয়স ছিল ৩১ বছর ১১ মাস। এই মুহূর্তে কুকের বয়স ৩১ বছর ৫ মাস।

তবে টেস্টে দ্রুততম দশ হাজারের রেকর্ড এখন রয়েছে ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ব্রায়ান লারার কাছে। তিনি তাঁর ১১১তম টেস্টে ১০০০০ পূর্ণ করেছিলেন। নিজের ১২৮তম টেস্টে ১০,০০০ রান করে এই তালিকায় সপ্তম স্থান অধিকার করলেন কুক।

dailyhunt

খবরের সব আপডেট পড়ুন খবর অনলাইনে। লাইক করুন আমাদের ফেসবুক পেজ। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল

বিজ্ঞাপন