খবর অনলাইন: উইম্বলডন ফাইনালে এ বার নতুন মুখ। কানাডার মিলোস রাওনিক। ফাইনালে মুখোমুখি হবেন অ্যান্ডি মারের।
এ বার উইম্বলডনে শুরু থেকেই ছন্দে ছিলেন টেনিসের কিংবদন্তি খেলোয়াড় রজার ফেডেরার। মনে করা হচ্ছিল আবার উইম্বলডন হয়তো তাঁরই হাতে উঠতে চলেছে। কিন্তু সেমিফাইনালে বাদ সাধলেন রাওনিক। ষষ্ঠ বাছাই রাওনিক ৬-৩, ৬-৭ (৩-৭), ৪-৬, ৭-৫, ৬-৩-এ ফেডেরারকে হারিয়ে প্রথম কানাডীয় হিসাবে উইম্বলডন ফাইনালে জায়গা করে নিলেন। ফেডেরার ১১ বার উইম্বলডন সেমিফাইনালে খেলে এই প্রথম পরাজিত হলেন।
ও দিকে অপর সেমিফাইনালে ব্রিটেনের অ্যান্ডি মারে চেক রিপাবলিকের টমাস বার্ডিচকে ৬-৩, ৬-৩, ৬-৩-এ সেমিফাইনালে পৌঁছেছেন।
ছবি: সৌজন্যে দ্য গার্ডিয়ান
খবরের সব আপডেট পড়ুন খবর অনলাইনে। লাইক করুন আমাদের ফেসবুক পেজ। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল।