fed

ওয়েবডেস্ক: বিশ্বের সর্বকালের অন্যতম সেরা টেনিস খেলোয়াড় সুইজারল্যান্ডের রজার ফেডেরার। ইতিমধ্যেই চলতি অস্ট্রেলিয়ান ওপেনের শেষ ষোলোয় পৌঁছে গিয়েছেন তিনি। তবে সেই ফেডেরারই ঢুকতে পারলেন না ড্রেসিংরুমে। ভাবছেন এ আবার কী! কিন্তু এমনই হয়েছে যা রীতিমতো ভাইরাল।

ড্রেসিংরুমে ঢোকার সময়ে তাঁকে বাধা দেন উপস্থিত থাকা সিকিউরিটি। যার কারণ সেই সময় ফেডেরারের কাছে পরিচয়পত্র বা কোনো ফটো আইডি ছিল না। অস্ট্রেলিয়ান ওপেনের নিয়ম অনুযায়ী, খেলোয়াড়, কোচ, স্টাফ, মিডিয়া এবং বাকি সবাইকে নিজেদের ফটো আইডি নিয়ে চলতে হয়। এ ধরনের কোনো নথি তখন ফেডেরারের কাছে ছিল না।

ফলে আটকে পড়ে সেখানেই দাঁড়িয়ে থাকেন ২০ বারের গ্র্যান্ডস্ল্যাম চ্যাম্পিয়ন। নিজের কোচ ইভান লুবিচিচ আসার পর তাঁর সাহায্যেই ভেতরে ঢোকেন সুইস তারকা।

 

একটি উত্তর ত্যাগ

Please enter your comment!
Please enter your name here