Homeখেলাধুলোফুটবলআইএসএল ২০২৪-২৫: কেরলকে তিন গোল, শিল্ড জয় থেকে আর এক পা দূরে...

আইএসএল ২০২৪-২৫: কেরলকে তিন গোল, শিল্ড জয় থেকে আর এক পা দূরে মোহনবাগান

প্রকাশিত

মোহনবাগান সুপার জায়ান্ট: ৩ (জেমি ম্যাকলারেন ২, আলবার্তো রদ্রিগুয়েজ) কেরল ব্লাস্টার্স: ০

কোচি: এ বারের আইএসএল-এর শিল্ড জয় থেকে আর এক পা দূরে থাকল মোহনবাগান সুপার জায়ান্ট। ঘরের মাঠে কেরল ব্লাস্টার্স ঘন ঘন আক্রমণ শানিয়ে      মোহনবাগানকে কিছুটা বেগ দিয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত জয়টিকা পরল সবুজ-মেরুন বাহিনীই। কেরলকে ৩-০ গোলে হারাল তারা।

ইন্ডিয়ান সুপার লিগে কোচির জওহরলাল নেহরু স্টেডিয়াম মোহনবাগানের কাছে খুবই পয়া মাঠ। এই মাঠ কখনও খালি হাতে ফেরায়নি সবুজ-মেরুন বাহিনীকে। এ বারেও তার অন্যথা হল না। প্রতিপক্ষের ঘরের মাঠে পুরো ৩ পয়েন্ট তুলে নিল বাগান। পরের ম্যাচে ওডিশা এফসি-কে হারাতে পারলেই টানা দ্বিতীয় বার নিজেদের ঘরে শিল্ড নিয়ে যাবে তারা।

এ দিন নিজেদের মাঠে বেশ আক্রমণাত্মক খেলা খেলছিল কেরল। ৮টি সুযোগ পেয়েছিল তারা। আর মোহনবাগান পেয়েছিল ৬টি সুযোগ। প্রতিপক্ষের বক্সে ২২ বার বল নিয়ে ঢুকে পড়েছিল কেরল। আর মোহনবাগান ঢুকেছিল ১৫ বার। কিন্তু মোহনবাগানের দুর্ভেদ্য রক্ষণে কিছুতেই চিড় ধরাতে পারেনি কেরল।

isl mb wins 16.02

জয়ের পরে উচ্ছ্বাস। মোহনবাগানের কোচ খোসে মোলিনা, অধিনায়ক শুভাশিস বোস, ম্যাকলারেন প্রমুখ। ছবি Indian Super League ‘X’ থেকে নেওয়া।

বরাবরের মতোই অবনদ্য পারফরম্যান্স প্রদর্শন করলেন বাগানের অধিনায়ক শুভাশিস বোস। আর একজনের কথা বলতেই হয়। তিনি বাগানের গোলকিপার বিশাল কায়েথ। এই নিয়ে টানা পাঁচটি ম্যাচ নিজেদের গোলকে অক্ষত রাখলেন তিনি। আর শেষ ১০টি ম্যাচের মধ্যে ৭টিতেই ক্লিন শিট রাখলেন বিশাল।

কেরলের দুর্বল রক্ষণভাগের সুযোগ নয়ে মোহনবাগান প্রথমার্ধেই ২-০ গোলে এগিয়ে যায়। ম্যাচের ২৮ ও ৪০ মিনিটের মাথায় দু’টি অনবদ্য গোল করেন জেমি ম্যাকলারেন। দ্বিতীয়ার্ধে ৬৬ মিনিটের মাথায় দলকে তৃতীয় গোল উপহার দেন সুযোগসন্ধানী আলবার্তো রদ্রিগুয়েজ। এ দিন সারা ম্যাচে দশটি শট নিয়েছিল মোহনবাগান। এর মধ্যে চারটি ছিল লক্ষ্যে। আর সেই চারটি শটের মধ্যে তিনটিই গোলে পরিণত হয়। অন্য দিকে, কেরলের ন’টি শটের মধ্যে দু’টি ছিল লক্ষ্যে। কিন্তু তা বিশালকে পরাজিত করতে পারেনি।

সাম্প্রতিকতম

১৯ তারিখ পর্যন্ত গরম, ২০ মার্চ থেকে ঝড়বৃষ্টি! দক্ষিণবঙ্গে মিলবে স্বস্তি

দক্ষিণবঙ্গে তীব্র গরম চলবে ১৯ মার্চ পর্যন্ত। ২০ থেকে ২৩ মার্চ পর্যন্ত ঝড়বৃষ্টির সম্ভাবনা, কমবে তাপমাত্রা। জেনে নিন আবহাওয়া আপডেট।

আনন্দনগরী ও তার আশপাশে রঙের উৎসবের কিছু মুহূর্ত    

খবর অনলাইন ডেস্ক: রঙের উৎসব। কোথাও নাম দোল বা কোথাও হোলি। বছরের এই বিশেষ...

দৃষ্টিহীন শিশুদের সাথে ‘ফুল দোল’ উদ্‌যাপন করল ‘শারদীয়া’

খবর অনলাইন ডেস্ক: ‘লাইটহাউস ফর দ্য ব্লাইন্ড স্কুল’-এর দৃষ্টিহীন শিশুদের সাথে দোল উদ্‌যাপন করল...

তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীরকে শোকজ, সিদ্ধান্ত শৃঙ্খলারক্ষা কমিটির

ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীরকে শোকজ করার সিদ্ধান্ত নিয়েছে বিধানসভার শৃঙ্খলারক্ষা কমিটি। বৃহস্পতিবার মন্ত্রিসভার...

আরও পড়ুন

আইএসএল ২০২৪-২৫: বেঙ্গালুরুকে হারিয়ে ষষ্ঠ দল হিসাবে প্লে অফে পৌঁছে গেল মুম্বই  

বেঙ্গালুরু: আইএসএল টেবিলে প্রথম পাঁচটি স্থানে থাকা দল আগেই প্লে অফে চলে গিয়েছিল। ষষ্ঠ...

মোহনবাগানের অপরাজেয় শীল্ডজয়ের উৎসবে ‘গার্ডেনরিচ মেরিনার্স’, বর্ণাঢ্য শোভাযাত্রায় মাতলেন সমর্থকরা

আইএসএলের ইতিহাসে সর্বোচ্চ পয়েন্ট অর্জন করে চ্যাম্পিয়ন হল মোহনবাগান সুপার জায়ান্ট। গার্ডেনরিচে ‘গার্ডেনরিচ মেরিনার্স’ আয়োজিত বর্ণাঢ্য শোভাযাত্রায় আট থেকে আশি মেতে উঠলেন সবুজ-মেরুন সমর্থকরা।

আইএসএল ২০২৪-২৫: গোয়াকে হারিয়ে বেশ কিছু নজির গড়ল শিল্ডজয়ী মোহনবাগান  

মোহনবাগান সুপার জায়ান্ট: ২ (বরিস সিং থাঙ্গজাম আত্মঘাতী, গ্রেগ স্টুয়ার্ট) ...
কেন লক্ষ্মীর পাঁচালি পাঠ করা হয় রতন টাটার সেরা উক্তি যা আপনাকে অনুপ্রাণিত করবে