Homeখেলাধুলোফুটবলআইএসএল ২০২৪-২৫: কেরলকে তিন গোল, শিল্ড জয় থেকে আর এক পা দূরে...

আইএসএল ২০২৪-২৫: কেরলকে তিন গোল, শিল্ড জয় থেকে আর এক পা দূরে মোহনবাগান

প্রকাশিত

মোহনবাগান সুপার জায়ান্ট: ৩ (জেমি ম্যাকলারেন ২, আলবার্তো রদ্রিগুয়েজ) কেরল ব্লাস্টার্স: ০

কোচি: এ বারের আইএসএল-এর শিল্ড জয় থেকে আর এক পা দূরে থাকল মোহনবাগান সুপার জায়ান্ট। ঘরের মাঠে কেরল ব্লাস্টার্স ঘন ঘন আক্রমণ শানিয়ে      মোহনবাগানকে কিছুটা বেগ দিয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত জয়টিকা পরল সবুজ-মেরুন বাহিনীই। কেরলকে ৩-০ গোলে হারাল তারা।

ইন্ডিয়ান সুপার লিগে কোচির জওহরলাল নেহরু স্টেডিয়াম মোহনবাগানের কাছে খুবই পয়া মাঠ। এই মাঠ কখনও খালি হাতে ফেরায়নি সবুজ-মেরুন বাহিনীকে। এ বারেও তার অন্যথা হল না। প্রতিপক্ষের ঘরের মাঠে পুরো ৩ পয়েন্ট তুলে নিল বাগান। পরের ম্যাচে ওডিশা এফসি-কে হারাতে পারলেই টানা দ্বিতীয় বার নিজেদের ঘরে শিল্ড নিয়ে যাবে তারা।

এ দিন নিজেদের মাঠে বেশ আক্রমণাত্মক খেলা খেলছিল কেরল। ৮টি সুযোগ পেয়েছিল তারা। আর মোহনবাগান পেয়েছিল ৬টি সুযোগ। প্রতিপক্ষের বক্সে ২২ বার বল নিয়ে ঢুকে পড়েছিল কেরল। আর মোহনবাগান ঢুকেছিল ১৫ বার। কিন্তু মোহনবাগানের দুর্ভেদ্য রক্ষণে কিছুতেই চিড় ধরাতে পারেনি কেরল।

জয়ের পরে উচ্ছ্বাস। মোহনবাগানের কোচ খোসে মোলিনা, অধিনায়ক শুভাশিস বোস, ম্যাকলারেন প্রমুখ। ছবি Indian Super League ‘X’ থেকে নেওয়া।

বরাবরের মতোই অবনদ্য পারফরম্যান্স প্রদর্শন করলেন বাগানের অধিনায়ক শুভাশিস বোস। আর একজনের কথা বলতেই হয়। তিনি বাগানের গোলকিপার বিশাল কায়েথ। এই নিয়ে টানা পাঁচটি ম্যাচ নিজেদের গোলকে অক্ষত রাখলেন তিনি। আর শেষ ১০টি ম্যাচের মধ্যে ৭টিতেই ক্লিন শিট রাখলেন বিশাল।

কেরলের দুর্বল রক্ষণভাগের সুযোগ নয়ে মোহনবাগান প্রথমার্ধেই ২-০ গোলে এগিয়ে যায়। ম্যাচের ২৮ ও ৪০ মিনিটের মাথায় দু’টি অনবদ্য গোল করেন জেমি ম্যাকলারেন। দ্বিতীয়ার্ধে ৬৬ মিনিটের মাথায় দলকে তৃতীয় গোল উপহার দেন সুযোগসন্ধানী আলবার্তো রদ্রিগুয়েজ। এ দিন সারা ম্যাচে দশটি শট নিয়েছিল মোহনবাগান। এর মধ্যে চারটি ছিল লক্ষ্যে। আর সেই চারটি শটের মধ্যে তিনটিই গোলে পরিণত হয়। অন্য দিকে, কেরলের ন’টি শটের মধ্যে দু’টি ছিল লক্ষ্যে। কিন্তু তা বিশালকে পরাজিত করতে পারেনি।

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

ব্যাটে-বলে উজ্জ্বল শেফালি-দীপ্তি, একদিনের ক্রিকেটে বিশ্বচ্যাম্পিয়ন হয়ে ইতিহাস গড়ল ভারতের মেয়েরা

ভারত: ২৯৮-৭ (শেফালি বর্মা ৮৭, দীপ্তি শর্মা ৫৮, স্মৃতি মন্ধানা ৪৫, আয়াবোঙ্গা খাকা ৩-৫৮) দক্ষিণ...

অর্শদীপের বল আর ওয়াশিংটনের ব্যাটের জোরে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি২০ সিরিজে সমতা ফেরালেন সূর্যেরা

অস্ট্রেলিয়া: ১৮৬-৬ (টিম ডেভিড ৭৪, মার্কাস স্টয়নিস ৬৪, অর্শদীপ সিংহ ৩-৩৫, বরুণ চক্রবর্তী ২-৩৩) ভারত:...

বিশ্বের প্রথম স্পিচ-টু-স্পিচ এআই মডেল তৈরি করলেন ভারতের স্পর্শ আগরওয়াল! আইআইটি পড়ুয়ার উদ্ভাবনে চমক প্রযুক্তি মহলে

কৃত্রিম বুদ্ধিমত্তার দুনিয়ায় নতুন ইতিহাস লিখলেন ভারতের এক তরুণ উদ্ভাবক। আইআইটি বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ের...

‘চারদিকে শুধু রক্ত!’ লন্ডনগামী ট্রেনে ছুরি নিয়ে হামলা! ১০ জন আহত, ২ অভিযুক্ত গ্রেফতার

লন্ডনগামী ট্রেনে চলন্ত অবস্থায় ছুরিকাঘাতে আতঙ্ক! ১০ জন আহত, যার মধ্যে ৯ জনের অবস্থা আশঙ্কাজনক। ঘটনায় ২ সন্দেহভাজনকে গ্রেফতার করেছে ব্রিটিশ পুলিশ। প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন।

আরও পড়ুন

মোহনবাগান ছাড়ছেন হোসে মোলিনা, ঐতিহাসিক ডাবল জয়ের পরই বিদায় স্প্যানিশ কোচের

খবর অনলাইন ডেস্ক: মোহনবাগান সুপার জায়ান্টের সঙ্গে সম্পর্কের ইতি ঘটাতে চলেছেন দলের প্রধান কোচ...

এআইএফএফ সুপার কাপ ২০২৫-২৬: গোলশূন্য ডার্বি, মোহনবাগানকে আটকে সেমিফাইনালে ইস্টবেঙ্গল

ভুবনেশ্বর: শুক্রবার ভুবনেশ্বরে আয়োজিত এআইএফএফ সুপার কাপের গ্রুপ ‘এ’-এর শেষ ম্যাচে ঐতিহ্যবাহী কলকাতা ডার্বিতে...

এআইএফএফ সুপার কাপ ২০২৫-২৬: মহেশের জাদু জেতাল ইস্টবেঙ্গলকে, মোহনবাগানকে রুখে দিল ডেম্পো  

ইস্টবেঙ্গল এফসি: ৪ (কেভিন সিবিলে, বিপিন সিং ২, হিরোশি ইবুসুকি) চেন্নাইয়িন এফসি: ও মোহনবাগান সুপার...