ফুটবল
লিভারপুলের তারকা ফুটবলারকে দলে চাইছে এসি মিলান

ওয়েবডেস্ক: ইতালিয়ান ফুটবল তথা ইউরোপিয়ান ফুটবলের অন্যতম জনপ্রিয় এবং ঐতিহ্যপূর্ণ দল এসি মিলান। তবে গত কয়েক বছরে তেমন সাফল্যের মুখ দেখতে পারেনি ইতালির এই জায়েন্ট ক্লাবটি। কিন্তু নতুন মরশুম থেকে ফের একবার নিজেদের ঢেলে সাজাতে মরিয়া তারা।
আরও পড়ুন: ফুটবলার বিক্রি করে লিভারপুলের তারকাকে নেওয়ার জন্য বার্সার কাছে আর্জি মেসির
শোনা যাচ্ছে, মিলানের নতুন কোচ হিসাবে দায়িত্ব নিতে পারেন মার্কো গিয়ামপাওলো। প্রাক্তন কোচ তথা মিলানের প্রাক্তন ফুটবলার জেনারো গাত্তুসোর জায়গায় আসতে পারেন তিনি। তবে শুধু কোচ নয়, ফুটবলার নেওয়াতেও রয়েছে তারা।
ইতালিয়ান সংবাদ মাধ্যমে খবর অনুযায়ী, ক্রোয়েশিয়া এবং লিভারপুলের ডিফেন্ডার দেজান লাভরিনকে দলে নিতে চায় মিলান। ২৯ বছর বয়সি লাভরিন সাউথামটন থেকে ২০১৪ সালে লিভারপুলে যোগ দেন।

লিভারপুল জার্সিতে চ্যাম্পিয়ন্স লিগ জিতেছেন এবং গত বছর ক্রোয়েশিয়াকে বিশ্বকাপ ফাইনালে নিয়ে যাওয়ার অন্যতম কারিগর ছিলেন তিনি।
ফুটবল
এগিয়ে থেকেও কেরলের কাছে ২-১ গোলে হারল বেঙ্গালুরু
১২টা ম্যাচ খেলে উভয় দলেরই পয়েন্ট ১৩। কিন্তু গোল পার্থক্যের সুবাদে আইএসএল-এর লিগ টেবিলে বেঙ্গালুরু এফসি দু’ ধাপ উপরে থাকল কেরল ব্লাস্টার্সের চেয়ে।

কেরল ব্লাস্টার্স ২ (লালথাথাঙ্গা খালহ্রিং, রাহুল কেপি) বেঙ্গালুরু এফসি (ক্লাইটন সিলভা)
খবরঅনলাইন ডেস্ক: প্রথমে গোল করে এগিয়ে গেলেও সেই ফল ধরে রাখতে পারল না বেঙ্গালুরু। বুধবার আইএসএল-এর (ISL 2020-21) ম্যাচে কেরলের কাছে শেষ পর্যন্ত ২-১ গোলে পরাজিত হল তারা।
বেঙ্গালুরুর গোল
খেলার শুরু থেকেই দু’টি দলই গোল করার সুযোগ পায়। কিন্তু তারা তা কাজে লাগাতে পারেনি।
শেষ পর্যন্ত ২৪ মিনিটে গোল করে এগিয়ে যায় বেঙ্গালুরু এফসি (Bengaluru FC)। দক্ষিণ প্রান্ত থেকে রাহুল ভেকের লম্বা থ্রো-ইন কেরলের বক্সের কাছে ক্লাইটন সিলভার কাছে পৌঁছে যায়। সেই বল হাফ-সিজার শট নিয়ে গোল করেন সিলভা।
এর পর দু’ পক্ষেরই আক্রমণ প্রতি-আক্রমণ চলতে থাকে, কিন্তু কাজের কাজ কিছু হয়নি।
কেরলের সমতা এবং জয়সূচক গোল
দ্বিতীয়ার্ধে সমতা ফেরানোর আপ্রাণ চেষ্টা করতে থাকে কেরল ব্লাস্টার্স (Kerala Blasters)। শেষ পর্যন্ত সফলতা আসে ৭৩ মিনিটে। গ্যারি হুপারের শক্তিশালী শট বাঁচাতে গিয়ে বেঙ্গালুরুর গোলকিপার গুরপ্রীত সিং সাঁধু গোল ছেড়ে কিছুটা বেরিয়ে আসেন। কিন্তু বল পেয়ে যান পরিবর্ত খেলোয়াড় লালথাথাঙ্গা খালহ্রিং। সেই বল থেকে গোল করতে কোনো ভুলচুক করেননি তিনি।
কেরলের জয়সূচক গোলটি আসে ম্যাচের একেবারে শেষ মুহূর্তে। নির্ধারিত সময়ের পর ৪ মিনিট অতিরিক্ত সময় দেওয়া হয়। ৯১ মিনিটে গোল করার সুবর্ণ সুযোগ পায় বেঙ্গালুরু। গুরপ্রীতের কাছ থেকে বল পেয়ে ওপসেথ বাঁ প্রান্ত ধরে ছুটে চলেন এবং কেরলের বক্সে পেয়ে যান সতীর্থ লিয়নকে। কিন্তু লিয়ন কেরলের গোলকিপার আলবিনোকে পরাস্ত করতে ব্যর্থ হন। এর পরই প্রতি-আক্রমণে উঠে আসে কেরল। দুর্দান্ত দৌড়ে রাহুল কেপি প্রথমে অময় মোরাজকরকে পেরিয়ে যান এবং চমকপ্রদ শটে গুরপ্রীতকে পরাস্ত করেন।
১২টা ম্যাচ খেলে উভয় দলেরই পয়েন্ট ১৩। কিন্তু গোল পার্থক্যের সুবাদে আইএসএল-এর লিগ টেবিলে বেঙ্গালুরু এফসি দু’ ধাপ উপরে থাকল কেরল ব্লাস্টার্সের চেয়ে। বেঙ্গালুরু থাকল সপ্তম স্থানে এবং কেরল নবম স্থানে।
আরও পড়ুন: খোলা চিঠিতে ভারতকে কৃতজ্ঞতা জানাল ক্রিকেট অস্ট্রেলিয়া
ফুটবল
হায়দরাবাদের জয় ঠেকিয়ে ওড়িশার জন্য ১ পয়েন্ট নিয়ে এলেন আলেকজান্ডার
ম্যাচের হিরো হন কোল আলেকজান্ডার।

হায়দরাবাদ এফসি ১ (নার্জারি) ওড়িশা এফসি ১ (আলেকজান্ডার)
খবরঅনলাইন ডেস্ক: আইএসএল-এর (ISL 2020-21) মঙ্গলবারের ম্যাচে লিগ টেবিলের একেবারে নীচে থাকা ওড়িশা এফসি জয় থেকে বঞ্চিত করল হায়দরাবাদ এফসিকে। ১৩ মিনিটে হ্যালিচরণ নার্জারির গোলে এগিয়ে থাকা হায়দরাবাদকে ড্র করতে বাধ্য করল ওড়িশা ৫১ মিনিটে কোল আলেকজান্ডারের গোলের মাধ্যমে।
শুরু থেকেই আক্রমণ শানায় হায়দরাবাদ। কিন্তু গোল লক্ষ্য করে প্রথম শট নেয় ওড়িশা। বাঁ দিক থেকে নেওয়া মরিসিওর শটে তেমন জোর ছিল না। হায়দরাবাদের গোলকিপার কাট্টিমানির সেই বল ধরতে কোনো অসুবিধা হয়নি।
হায়দরাবাদের গোল
১৩ মিনিটে এগিয়ে যায় হায়দরাবাদ। দৌড়ের যুদ্ধে ওড়িশার ডিফেন্ডারদের হারিয়ে কোলাসো বল পাস করেন হ্যালিচরণ নার্জারিকে। নার্জারি সেই বল ওড়িশার গোলে ঢোকাতে কোনো ভুল করেননি।
এর পর ওড়িশার বিরুদ্ধে ধারাবাহিক আক্রমণ চালাতে থাকে হায়দরাবাদ। কিন্তু তারা ব্যবধান বাড়াতে পারেনি। দুর্দান্ত কিছু সেভ করেন ওড়িশার গোলরক্ষক অর্শদীপ সিং।
দ্বিতীয়ার্ধের শুরুতেই কর্নার পায় ওড়িশা। কিন্তু কাট্টিমানি সহজেই সেই কর্নার কিক ধরে নিয়ে দলকে বাঁচিয়ে দেন। যদিও এর পর ওড়িশাকে গোলের জন্য বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি।
ওড়িশার শোধ
৫১ মিনিটে হায়দরাবাদের ডিফেন্ডারদের বিরুদ্ধে লড়াই চালিয়ে মরিসিও বল পাস করেন কোল আলেকজান্ডারকে। দূরের পোস্ট লক্ষ্য করে শট নেন আলেকজান্ডার। বলের গতিবিধি বুঝতেই পারেননি কাট্টিমানি। ম্যাচে সমতা ফেরায় ওড়িশা।
এর পর দু’ পক্ষই গোলের সুযোগ পেয়েছিল। কিন্তু তা তারা কাজে লাগাতে পারেনি।
এ দিনের ড্রয়ের পরে ১২ ম্যাচ থেকে ১৭ পয়েন্ট সংগ্রহ করে হায়দরাবাদ এফসি (Hyderabad FC) লিগ টেবিলে থাকল চতুর্থ স্থানে। আর ওড়িশা একেবারে নীচেই থাকল। সমসংখ্যক খেলায় তাদের সংগ্রহ ৭ পয়েন্ট। ম্যাচের হিরো হন কোল আলেকজান্ডার।
আরও পড়ুন: সব হিসেব উলটে দিয়ে ব্রিসবেনে ঐতিহাসিক জয় ভারতের, বর্ডার-গাওস্কর ট্রফিতেও দখল
ফুটবল
দশ জনে খেলেও জেতা উচিত ছিল, এক পয়েন্টে খুশি নন রবি ফাউলার
সোমবার বাম্বোলিমের জিএমসি স্টেডিয়ামে চলতি আইএসএলে তাদের ১২ নম্বর ম্যাচে প্রায় এক ঘণ্টা দশ জনে খেলেও গতবারের রানার্স চেন্নাইন এফসি-র বিরুদ্ধে গোলশূন্য ড্র করে ইস্টবেঙ্গল।

খবরঅনলাইন ডেস্ক: বারবার জয়ের সম্ভাবনা তৈরি হওয়া সত্ত্বেও শেষ পর্যন্ত এক পয়েন্ট নিয়ে সন্তুষ্ট থাকতে হচ্ছে তাঁদের। স্বাভাবিক ভাবেই হতাশ ইস্টবেঙ্গলের কোচ রবি ফাউলার। সোমবার চেন্নাইয়িনের বিরুদ্ধেও তাঁদের জেতা উচিত ছিল বলে মনে করেন ফাউলার।
দশ জনে খেলে চেন্নাইয়িনকে আটকে রাখার পর ভার্চুয়াল সাংবাদিক বৈঠকে হতাশা প্রকাশ করে ফাউলার বলেন, “আমরা আজ জেতার মতোই খেলেছিলাম। ম্যাচটা আমরাই নিয়ন্ত্রণ করেছি। তা সত্ত্বেও তিন পয়েন্ট পেলাম না! আমি হতাশ। তবু আমরা ম্যাচটা হারিনি। দশ জনেও আজ আমরা ওদের চেয়ে ভালো খেলেছি।”
সোমবার বাম্বোলিমের জিএমসি স্টেডিয়ামে চলতি আইএসএলে তাদের ১২ নম্বর ম্যাচে প্রায় এক ঘণ্টা দশ জনে খেলেও গতবারের রানার্স চেন্নাইন এফসি-র বিরুদ্ধে গোলশূন্য ড্র করে ইস্টবেঙ্গল।
৩১ মিনিটের মাথায় তরুণ মিডফিল্ডার অজয় ছেত্রী লাল কার্ড দেখে বেরিয়ে যাওয়ার পর বিপক্ষকে পাল্টা চ্যালেঞ্জ ছুড়ে দেয় লালহলুদ বাহিনী। এই নিয়ে টানা সাতটি ম্যাচে অপরাজিত তারা। চলতি লিগে মুম্বই সিটি এফসি (১০) ছাড়া আর কোনো দল টানা এতগুলো ম্যাচে অপরাজিত থাকেনি।
কিন্তু একাধিক সহজ সুযোগ পেয়েও এ দিন তা কাজে লাগাতে পারেনি ফাউলার-বাহিনী। এই প্রশ্ন উঠলে কোচ কার্যত তা উড়িয়ে দিয়ে বলেন, “প্রতি ম্যাচেই আমাকে আক্রমণ বা রক্ষণ নিয়ে প্রশ্ন শুনতে হয়। প্রতি ম্যাচেই আমি আমার দলের ছেলেদের হয়েই কথা বলি। আজও তাই বলব। আমি ওদের সম্পর্কে কোনও খারাপ কথা বলতে পারব না”।
চেন্নাইন এফসি-র বিরুদ্ধে প্রথম লেগের ম্যাচে যাঁর জোড়া গোলে ড্র করেছিল এসসি ইস্টবেঙ্গল, সেই ম্যাটি স্টাইনমানকে এ দিন মাঠে নামাননি ফাউলার। এটা নাকি তাঁর কৌশল, জানিয়ে কোচ বলেন, “এটা আমাদের কৌশল। ম্যাটি প্রায় সব ম্যাচেই খেলেছে। বেঙ্গালুরুর বিরুদ্ধে সমস্যা থাকা সত্ত্বেও খেলেছিল। আমরা সব খেলোয়াড়ের ওপরই ভরসা করি। আজ যারা খেলেছে, তারা প্রত্যেকেই অসাধারণ খেলেছে”।
খবরঅনলাইনে আরও পড়তে পারেন
প্রথম সেশন সামলে দিলেন গিল-পুজারা, ট্রফির স্বপ্ন জিইয়ে রাখল ভারত
-
রাজ্য2 days ago
বুধবার রাজ্যে আসছে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ
-
রাজ্য3 days ago
দক্ষিণবঙ্গে দু’ দিনের জন্য তাপমাত্রা বাড়লেও ফের ফিরবে শীত, উত্তরের পাহাড়ে তুষারপাতের সম্ভাবনা
-
দেশ3 days ago
মহারাষ্ট্র-কেরলে সংক্রমিত ৮০৮৬ বাকি দেশে মাত্র ৫০৭২, ২৩ মে’র পর সব থেকে কম দৈনিক মৃত্যু ভারতে
-
দেশ3 days ago
মাত্র ১৮ শতাংশ ভারতীয় হোয়াটসঅ্যাপ ব্যবহার চালিয়ে যেতে পারেন, ৩৬ শতাংশ কমিয়ে দেবেন ব্যবহার: সমীক্ষা