ওয়েবডেস্ক: রবিবার ঘরের মাঠে বড়ো ম্যাচে চেলসির বিরুদ্ধে বড়ো ব্যবধানে জয়। ফলে লিগের লড়াইয়ে ফের একবার শীর্ষে ম্যান সিটি। তবে সিটির জয়ের থেকেও অন্য এক কারণে শিরোনামে এই খবর।
যার কারণ সিটির তারকা ফুটবলার সার্খিও অ্যাগুয়েরো। ম্যাচে হ্যাটট্রিক করেন তিনি। গত সপ্তাহেও আর্সেনালের বিরুদ্ধে হ্যাটট্রিক করেছিলেন।
যার ফলে ছুঁয়ে ফেললেন ইপিএলের ইতিহাসে অন্যতম তারকা স্ট্রাইকার অ্যালান শেয়ারারকে।
ইপিএলে এখনও পর্যন্ত ১১টি হ্যাটট্রিক করে শীর্ষে ছিলেন কিংবদন্তি শেয়ারার। রবিবার তাঁকেই ছুঁয়ে ফেললেন ম্যান সিটির সর্বোচ্চ গোলদাতা।
11 – Sergio Aguero has scored his 11th @premierleague hat-trick, equalling the record set by @alanshearer. Special. pic.twitter.com/6itjyZ0Kvc
— OptaJoe (@OptaJoe) February 10, 2019
তালিকায় তিন নম্বরে রয়েছেন লিভারপুলের কিংবদন্তি রবি ফাউলার। তিনি নয়টি হ্যাটট্রিক করেছেন।
তবে সক্রিয় খেলোয়াড়দের মধ্যে অ্যাগুয়েরোর পর তালিকায় রয়েছেন টটেনহ্যামের হ্যারি কেন। তাঁর দখলে আটটি হ্যাটট্রিক।