ফুটবল
সমর্থকদের জয় উৎসর্গ করলেন আবাস, গ্র্যান্ট বললেন ‘জিততে সাহায্য করেছি’
শুক্রবার ইস্টবেঙ্গলকে তিন গোল দেয় এটিকে মোহনবাগান।

খবরঅনলাইন ডেস্ক: মরশুমের দ্বিতীয় ডার্বি জিতে সমর্থকদের সেই জয় উৎসর্গ করলেন এটিকে মোহনবাগানের (ATK Mohun Bagan) স্প্যানিশ কোচ আন্তোনিও লোপেজ আবাস (Antonio Lopez Habas)। বললেন, “এই জয় সমর্থকদের জন্য”। অন্য দিকে, ইস্টবেঙ্গলের (SC East Bengal) সহকারী কোচ অ্যান্থনি গ্রান্টের (Anthony Grant) আক্ষেপ, তাঁর দল সবুজমেরুনকে জিততে সাহায্য করেছে।
শুক্রবার গোয়ার ফতোরদায় জওহরলাল নেহরু স্টেডিয়ামে আইএসএলের ফিরতি লেগের ডার্বি ৩-১ গোলে জিতে নেয় সবুজমেরুন ব্রিগেড। ম্যাচের শুরুতেই রয় কৃষ্ণ এবং দ্বিতীয়ার্ধে ডেভিড উইলিয়ামস ও খাবি এর্নান্দেজের গোলে জয় পায় তারা। সবুজমেরুন ডিফেন্ডার তিরির আত্মঘাতী গোল ইস্টবেঙ্গলকে সমতা এনে দেওয়া সত্ত্বেও অবশ্য সেই স্কোর ধরে রাখতে পারেনি লালহলুদ শিবির।
এমন স্মরণীয় জয়ের জন্য সমর্থকদের ধন্যবাদ দিয়ে আবাস বলেন, “এই জয়ের জন্য মেরিনারদের অভিনন্দন জানাই। এই জয় ওদের জন্যই। আমরা তো এখানে একা। সমর্থকেরা অনেক দূরে রয়েছেন। কিন্তু দূরে থাকলেও ওদের সমর্থন যে রয়েছে আমাদের সঙ্গে, তা জানি। এই ম্যাচটা আমরা সমর্থকদের জন্যও খেলতে নেমেছিলাম। তাঁদের কথা দিচ্ছি, দলের ছেলেরা মাঠে একশো শতাংশ দেয় ও দেবে”।
শুক্রবারের ডার্বি জয় নিয়ে আইএসএলের সফলতম কোচ বলেন, “এই ম্যাচটার একটা আলাদা মোটিভেশন আছে। তবে আমাদের কাছে তিন পয়েন্টটাই সব চেয়ে বড়ো মোটিভেশন। ছেলেরা যাতে এই ম্যাচে বাড়তি আবেগে ভেসে না গিয়ে নিয়ন্ত্রণ করতে পারে, সে দিকটাও খেয়াল রাখতে হয়েছিল”।
নিজে গোল করে ও বাকি দু’টি গোলে সহায়তা দিয়ে এ দিন ম্যাচের সেরা খেলোয়াড়ের খেতাব পান ফিজিয়ান স্ট্রাইকার রয় কৃষ্ণ। ১৮ ম্যাচে ১৪টি গোল করে ফেললেন তিনি। দলের সেরা তারকাকে নিয়ে অতিরিক্ত উচ্ছ্বাস প্রকাশ করতে চান না কোচ। তিনি বলেন, “রয় আমাদের দলের খুবই গুরুত্বপূর্ণ সদস্য। তবে শুধু ওর ওপরই নির্ভর করি না আমরা। খাবি, উইলিয়ামসরাও আজ প্রমাণ করে দিয়েছে ওরাও গোল করতে জানে। পরিস্থিতিকে কাজে লাগাতে হবে আমাদের”।
এই জয়ের ফলে এটিকে মোহনবাগান ১৮ ম্যাচে ৩৯ পয়েন্ট নিয়ে শীর্ষেই রয়ে গেল। দ্বিতীয় স্থানে থাকা মুম্বই সিটি এফসি-র সঙ্গে তাদের এখন পাঁচ পয়েন্টের তফাৎ। যদিও মুম্বই একটি ম্যাচ কম খেলেছে।
‘দ্বিতীয় গোলটাই টার্নিং পয়েন্ট’
অন্য দিকে হতাশ ইস্টবেঙ্গলের সহকারী কোচ অ্যান্থনি গ্রান্ট স্বীকার করে নেন, “ওদের দ্বিতীয় গোলটাই এই ম্যাচের টার্নিং পয়েন্ট। যেটা আমরা ওদের কার্যত উপহার দিয়েছি।” যদিও তিনি মনে করেন ম্যাচ হিসেবে খুব ভালো খেলা হয়েছে শুক্রবার।
ডার্বিতে হার-জিতের গুরুত্ব কতটা, তা দলের ছেলেদের বুঝিয়েছিলেন বলে জানান গ্রান্ট। বলেন, “আমি নিজে ডার্বি খেলেছি। এর গুরুত্ব বুঝি। ছেলেদেরও বুঝিয়েছিলাম। এই ম্যাচে হারের যন্ত্রণাটা আমার ভাল করে জানা আছে। তবে দলের ছেলেরা সেরাটাই দিয়েছে।”
পরের মরশুমে ইস্টবেঙ্গল ঘুরে দাঁড়াবেই, এমনটাই বলেন প্রতিজ্ঞাবদ্ধ গ্রান্ট।
ফুটবল
বিপিন সিংয়ের হ্যাটট্রিক, ওড়িশাকে আধ ডজন গোল মুম্বইয়ের
মুম্বইয়ের এ দিনের জয়ের পর আগামী রবিবার এটিকে মোহনবাগানের সঙ্গে তাদের খেলা জমে গেল।

মুম্বই সিটি এফসি ৬ (বিপিন সিং ৩, ওগবেচে ২, গোডার্ড) ওড়িশা এফসি ১ (দিয়েগো মরিসিও)
খবর অনলাইন ডেস্ক: বুধবার ব্যাম্বোলিমের জিএমসি স্টেডিয়ামে আয়োজিত ম্যাচে আইএসএল-এর (ISL 2020-21) লিগ টেবিলে একেবারে নীচে থাকা ওড়িশাকে হারাতে কোনো বেগই পেতে হল না মুম্বইকে।
বিপিন সিংয়ের হ্যাটট্রিক আর বার্থোলোমিউ ওগবেচের জোড়া গোলের সাহায্যে মুম্বই সিটি এফসি (Mumbai City FC) জিতল ৬-১ গোলে। কিন্তু ম্যাচে প্রথম গোল করে এগিয়ে গিয়েছিল ওড়িশা এফসি-ই (Odisha FC)।
মুম্বইয়ের এ দিনের জয়ের পর আগামী রবিবার এটিকে মোহনবাগানের (ATK Mohun Bagan) সঙ্গে তাদের খেলা জমে গেল। দু’ দলই ১৯টা ম্যাচ খেলেছে। মোহনবাগানের সংগ্রহ ৪০ পয়েন্ট, আর মুম্বইয়ের সংগ্রহ ৩৭ পয়েন্ট।
রবিবারের ম্যাচে মুম্বই যদি মোহনবাগানকে হারাতে পারে তা হলে দু’ দলের পয়েন্ট সমান হয়ে গেলেও মুম্বই থাকবে লিগ শীর্ষে। কারণ সে ক্ষেত্রে দু’ দলের সমরে জয়ের নিরিখে এগিয়ে থাকবে মুম্বই, যে হেতু প্রথম লিগে তারা মোহনবাগানকে হারিয়েছিল।
বুধবারের ৭ গোল
বুধবার ওড়িশা পর্যুদস্ত হয়ে গেলেও প্রথম গোল কিন্তু তারাই করেছিল। ৯ মিনিটে ওড়িশার মাউইহমিংথাঙ্গাকে নিজেদের বক্সে ফেলে দেন আহমেদ জাহৌ। বিস্ময়ের ব্যাপার, রেফারি কার্ড দেখাননি জাহৌকে। যা-ই হোক পেনাল্টি থেকে গোল করতে ভুল করেননি দিয়েগো মরিসিও।
এর পরেই খেল শুরু করে মুম্বই। ৪ মিনিট পরেই সমতা ফেরায় মুম্বই। প্রায়শ্চিত্ত করেন জাহৌ। তাঁর ফ্রি-কিকে মাথা ছুঁইয়ে মুম্বইকে গোলের রাস্তায় আনেন ওগবেচে।
ম্যাচের ৩৮, ৪৩, ৪৪, ৪৭ এবং ৮৬ মিনিটে মুম্বইয়ের হয়ে বিপিন, ওগবেচে ও গোডার্ড ভাগাভাগি করে গোল করেন। এর মধ্যে ৩টি গোল করে হ্যটট্রিক করেন বিপিন। আইএসএল-এর এই মরশুমে প্রথম হ্যাটট্রিক।
মুম্বইয়ের স্বপক্ষে গোল ৬-এর জায়গায় ৭-ও হতে পারত, যদি ৮৩ মিনিটে জাহৌর পেনাল্টি কিক ওড়িশার গোলকিপার অর্শদীপ না বাঁচাতেন।
১৯ ম্যাচ থেকে ৩৭ পয়েন্ট সংগ্রহ করে মুম্বই রইল দ্বিতীয় স্থানে। সমসংখ্যক খেলায় ওড়িশার সংগ্রহ ১৯ পয়েন্ট।
আরও পড়ুন: স্টেডিয়ামে অদ্ভুত কিছু বিপত্তির পর অমদাবাদ টেস্টের প্রথম দিন চালকের আসনে ভারত
ফুটবল
গাড়ি দুর্ঘটনায় মারাত্মক জখম কিংবদন্তি টাইগার উডস, হয়েছে অস্ত্রোপচার
২০১৭ সালের মে মাসে গাড়ির ভেতরেই ঘুমিয়ে পড়ার ফলে গ্রেফতার করা হয়েছিল এই কিংবদন্তিকে।

খবরঅনলাইন ডেস্ক: গাড়ি দুর্ঘটনায় মারাত্মক ভাবে জখম হলেন কিংবদন্তি গল্ফার টাইগার উডস (Tiger Woods)। জানা গিয়েছে তাঁর দুই পায়ে বড়ো রকমের চোট রয়েছে। ইতিমধ্যে জখমের স্থানে অস্ত্রোপচারও হয়েছে। তাঁর শারীরিক অবস্থা আপাতত স্থিতিশীল হলেও পুলিশের তরফে বলা হয়েছে, উডস “খুব ভাগ্যবান” যে তিনি জীবিত রয়েছেন।
লোস আঞ্জেলেসের স্থানীয় সময় মঙ্গলবার সকাল ৭টা ১২ মিনিটে দুর্ঘটনাটি ঘটে বলে জানিয়েছে লোস আঞ্জেলেস কাউন্টি শেরিফের দফতর। রোলিং হিলস এস্টেট সীমান্তে উডসের গাড়ি দুর্ঘটনার কবলে পড়ে।
ব্ল্যাকহর্স রোডের হাউথর্ন বুলেভার্ড দিয়ে উত্তর দিকে যাচ্ছিল উডসের গাড়ি। তখনই গাড়িটি নিয়ন্ত্রণ হারায়। উডস নিজেই গাড়ি চালাচ্ছিলেন। উডসের এজেন্ট মার্ক স্টেনবার্গ এই খবর জানিয়েছেন। লোস আঞ্জেলেস কাউন্টি ফায়ারফাইটার্স এবং প্যারামেডিকস জানিয়েছে, তারা ‘জস অফ লাইফ’’ পদ্ধতির সাহায্যে গাড়িটির ভেতর থেকে উডসকে উদ্ধার করেন।
তবে উডস কোনো রকম নেশার ঘোরে ছিলেন না বলে সাফ জানিয়ে দিয়েছেন লোস আঞ্জেলেস কাউন্টির ডেপুটি শেরিফ কার্লোস গোঞ্জালেস। ঘটনাস্থলে অন্য কোনো গাড়িও ছিল না বলে জানা গিয়েছে।
এর আগে একাধিক বার বিতর্কে জড়িয়েছেন উডস। ২০০৯ সালে উডসের গাড়ি একটি গাছে ধাক্কা মারে। এর ঠিক পরেই উডসের বিরুদ্ধে তাঁর স্ত্রী চাঞ্চল্যকর সব অভিযোগ করেন। স্ত্রীয়ের সঙ্গে পরবর্তীকালে ডিভোর্সও হয়ে যায় উডসের।
এর পর, ২০১৭ সালের মে মাসে গাড়ির ভেতরেই ঘুমিয়ে পড়ার ফলে গ্রেফতার করা হয়েছিল এই কিংবদন্তিকে।
খবরঅনলাইনে আরও পড়তে পারেন
কোভিডে আমেরিকায় মৃত পাঁচ লক্ষ, আগামী পাঁচ দিন জাতীয় পতাকা অর্ধনমিত রাখার নির্দেশ জো বাইডেনের
ফুটবল
ইস্টবেঙ্গলের আত্মঘাতী গোল, শেষ চারে যাওয়ার পথে কিছুটা এগোল নর্থইস্ট

নর্থইস্ট ইউনাইটেড এফসি ২ (সুহের, সার্থক আত্মঘাতী) এসসি ইস্টবেঙ্গল ১ (সার্থক)
খবরঅনলাইন ডেস্ক: এ বারের আইএসএল-এ (ISL 2020-21) মঙ্গলবারের ম্যাচের তেমন একটা গুরুত্ব ছিল না ইস্টবেঙ্গলের কাছে। কারণ তারা শেষ চারে যাওয়ার দৌড়ে নেই। কিন্তু এ দিনের ম্যাচ নর্থইস্ট ইউনাইটেডের কাছে খুবই গুরুত্বপূর্ণ ছিল। কারণ গোয়া আর হায়দরাবাদের সঙ্গে তারাও রয়েছে শেষ চারে যাওয়ার লড়াইয়ে। সেই লড়াইয়ে কিছুটা এগিয়ে গেল নর্থইস্ট।
ভাগ্য এ দিন সহায় ছিল নর্থইস্ট ইউনাইটেড এফসির (NorthEast United FC)। তারা এসসি ইস্টবেঙ্গলের (SC East Bengal) বিরুদ্ধে ২-১ গোলে জিতল বটে, কিন্তু এর মধ্যে ১টি গোল তো ইস্টবেঙ্গলের উপহার। আর মজার কথা হল, যিনি এই গোল উপহার দিলেন সেই সার্থক গলুই তাঁর দলের একমাত্র গোলটিও করলেন, যখন তাঁর দল ১০ জনে হয়ে গিয়েছে।
ফাতোরদা স্টেডিয়ামে অনুষ্ঠিত এ দিনের ম্যাচে প্রথমার্ধ ছিল গোলশূন্য। বলের উপর দখলদারি ইস্টবেঙ্গলের কিঞ্চিৎ বেশি থাকলেও, গোল করার হাফ-চান্স বেশি পেয়েছিল নর্থইস্ট। তবে ইস্টবেঙ্গল তাদের ঠেকিয়ে রাখতে পেরেছিল।
তিনটি গোলই দ্বিতীয়ার্ধে
ম্যাচের তিনটি গোলই এল দ্বিতীয়ার্ধে। নর্থইস্টের জয় খুব প্রয়োজন ছিল। ফলে ইস্টবেঙ্গলের ওপর তাদের চাপও বাড়ে এই অর্ধে, যদিও বলের দখলদারিতে দু’ দলই সমানে সমানে পাল্লা দিয়েছে। কিন্তু দ্বিতীয়ার্ধের শুরুতেই গোল পেয়ে গেল নর্থইস্ট। ম্যাচের ৪৮ মিনিটে মাঝমাঠ থেকে ইমরান খান লম্বা পাস বাড়ালেন সুহের বড়াক্কেপীডিকাকে। সেই বলে গোল করতে কোনো ভুলচুক করেননি সুহের।
৭ মিনিট পরে নিজের দলের জন্য বিপদ ডেকে আনলেন ইস্টবেঙ্গলের ডিফেন্ডার সার্থক গলুই। নর্থইস্টের নিম দোরজি মাঝমাঠ থেকে যে ক্রসটি বাড়ালেন তাতে পা লাগিয়ে নিজের গোলেই বল ঢুকিয়ে দিলেন সার্থক।
তবে এই সার্থক নিজের ভুল কিছুটা স্খালন করলেন ৮৭ মিনিটে ইস্টবেঙ্গলের হয়ে। ততক্ষণে ইস্টবেঙ্গল ১০ জন হয়ে গিয়েছে। ৭১ মিনিটে লাল কার্ড দেখে মাঠ ছেড়েছেন রাজু গায়কোয়াড়। তা সত্ত্বেও গোল পেল ইস্টবেঙ্গল। সুরচন্দ্র সিংযের ফ্রি-কিকে হেড দিয়ে চমৎকার ভাবে নর্থইস্টের জালে বল জড়িয়ে দিলেন সার্থক। ম্যাচের অতিরিক্ত সময়ে সমতা ফেরানোর সুবর্ণ সুযোগ পেয়েছিল ইস্টবেঙ্গল। কিন্তু কাজের কাজ হল না।
এ দিনের ম্যাচের পর ১৯টা ম্যাচ থেকে নর্থইস্টের পয়েন্ট দাঁড়াল ৩০। হায়দরাবাদকে টপকে লিগ টেবিলে চার নম্বর জায়গায় গেল তারা। আর সমসংখ্যক ম্যাচ থেকে ইস্টবেঙ্গলের পয়েন্ট দাঁড়াল ১৭।
আরও পড়ুন: কপিল দেবের পর প্রথম ভারতীয় পেসার হিসেবে শততম টেস্ট খেলতে চলেছেন ইশান্ত শর্মা
-
প্রযুক্তি13 hours ago
রান্নার গ্যাসের ভরতুকির টাকা অ্যাকাউন্টে ঢুকেছে কি না, কী ভাবে দেখবেন
-
প্রযুক্তি2 days ago
এ ভাবেই তৈরি করুন সদ্যোজাত শিশুর আধার কার্ড, জানুন কী কী লাগবে
-
বিনোদন3 days ago
পর্ন ‘লাইভ স্ট্রিমিং’ থেকে আয় কোটি টাকা, অ্যাপের মাধ্যমে চিত্রনাট্য-সহ পরিবেশিত হচ্ছে অশ্লীলতা
-
দেশ2 days ago
প্রতিষ্ঠান-বিরোধিতার হাওয়া নেই, কেরলে মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হিসেবে এখনও জনপ্রিয় পিনারাই বিজয়ন