আর্জেন্তিনা: ১ (লাউতারো মার্তিনেজ) চিলে: ০
কানাডা: ১ (জোনাথন ডেভিড) পেরু: ০
খবর অনলাইন ডেস্ক: কোপা আমেরিকার গ্রুপ ‘এ’-র খেলায় চ্যাম্পিয়ন আর্জেন্তিনা প্রায় শেষ মুহূর্তের গোলে চিলেকে হারিয়ে পৌঁছে গেল কোয়ার্টার ফাইনালে। আর্জেন্তিনা গোল পেল ম্যাচের ৮৮ মিনিটে।
এই গ্রুপে ২টি ম্যাচ থেকে ৬ পয়েন্ট সংগ্রহ করে আর্জেন্তিনা রয়েছে শীর্ষ স্থানে। আর নিজেদের দ্বিতীয় ম্যাচে জয় পেয়ে ৩ পয়েন্ট সংগ্রহ করে কানাডা রয়েছে দ্বিতীয় স্থানে। ২টি ম্যাচ থেকে চিলে এবং পেরু, দুই দলেরই সংগ্রহ ১ পয়েন্ট করে।
মেসির কর্নার থেকে মার্তিনেজের গোল
নিউ জার্সির ইস্ট রাদারফোর্ডে মেটলাইফ স্টেডিয়ামে আয়োজিত ম্যাচে প্রায় সারাক্ষণই বলের উপরে দখলদারি ছিল আর্জেন্তিনার। তবে শেষ পর্যন্ত আর্জেন্তিনা জয়সূচক গোল পেল নির্ধারিত ৯০ মিনিটের ২ মিনিট আগে। এই গোলের পিছনে লিওনেল মেসির ভূমিকা ছিল। কর্নার পেয়েছিল আর্জেন্তিনা। মেসির কর্নার কিক আটকান চিলের ৪১ বছর বয়সি গোলকিপার ক্লডিও ব্রাভো। কিন্তু বল রিবাউন্ড করে চলে আসে লাউতারো মার্তিনেজের কাছে। চিলের জালে বল জড়িয়ে দিতে মার্তিনেজ কোনো ভুলচুক করেননি।
ম্যাচে আর্জেন্তিনার আধিপত্য অনেক বেশি ছিল। গোলে শট নেওয়ার ক্ষেত্রে আর্জেন্তিনা বনাম চিলের স্কোর ছিল ২১-৩। কর্নার কিক পাওয়ার ক্ষেত্রে আর্জেন্তিনা বনাম চিলের স্কোর ছিল ১১-০। আর ৭২ মিনিটের আগে চিলের কোনো সুযোগ ঘটেনি আর্জেন্তিনার গোলে শট নেওয়ার। চিলের ইকেবেরিয়া যে শট নেন তা সরাসরি চলে যায় আর্জেন্তিনার গোলকিপারের হাতে। ৮৮ মিনিটে গোল করার পরে আর্জেন্তিনা জয়ের ব্যবধান বাড়ানোর চেষ্টা করে। কিন্তু কাজের কাজ কিছু হয়নি।

গোলের পরে ডেভিড। ছবি CONMEBOL Copa America TM ‘X’ handle থেকে নেওয়া।
২৪ বছর পর দক্ষিণ আমেরিকার দেশকে হারাল কানাডা
মিসৌরির কানসাস সিটিতে চিলড্রেন্স মার্সি পার্কে আয়োজিত ম্যাচে পেরুকে ১-০ গোলে হারাল কানাডা। ২৪ বছর পর দক্ষিণ আমেরিকার কোনো দেশকে হারাল কানাডা। ২০০০ সালে কনকাকাফ (CONCACAF) গোল্ড কাপ ফাইনালে কোলোম্বিয়াকে ২-০ গোলে হারিয়েছিল কানাডা।
কানাডা-পেরু ম্যাচে সমানে সমানে লড়াই চলল। শেষ পর্যন্ত ম্যাচের ৭৪ মিনিটে গোল পেল কানাডা। জ্যাকব শাফেলবুর্গের কাছ থেকে পাস পেয়ে জোনাথন ডেভিড ডান পায়ে যে শট নেন, তা সোজা পেরুর গোলে ঢুকে যায়।
তবে তার আগেই ১০ জন হয়ে যায় পেরুর দল। ৫৯ মিনিটে জ্যাকব শাফেলবুর্গকে মারাত্মক ভাবে ফাউল করেন পেরুর মিগুয়েল আরাউখো। ভিডিও রিভিউয়ের পর আরাউখো লাল কার্ড দেখে মাঠের বাইরে চলে যান। ম্যাচের বাকি সময়টা পেরুকে ১০ জনে খেলতে হয়।
আরও পড়ুন
কোপা আমেরিকা ২০২৪: গোল তৈরি করে দিলেন অধিনায়ক রডরিগুয়েজ, প্যারাগুয়েকে ২-১ গোলে হারাল কোলোম্বিয়া