ওয়েবডেস্ক: বিশ্বকাপের আগে জোড়া প্রস্তুতি ম্যাচের প্রথমটি খেলে ফেলল আর্জেন্তিনা। দুর্বল হাইতিকে ৪-০ গোলে হারালেও গত বিশ্বকাপ ফাইনালের ধারাবাহিকতা বজায় রেখে দুটি গোলের সুযোগ নষ্ট করলেন হিগুয়াইন। বুয়েনেস এয়ারসে ঘরের মাটিতে হাইতির বিরুদ্ধে প্রথমার্ধটা বেশ খারাপই খেললেন মেসিরা। যদিও পেনাল্টি থেকে দেওয়া মেসির গোলে এগিয়ে যায় আর্জেন্তিনা। এদিন বারবারই ভারতীয় দর্শকদের নজর কাড়লেন নেরোকা এফসি-র হাইতিয়ান মিডফিল্ডার ফ্যাবিয়ান ভোরবে।

বিরতির পর অবশ্য আরও দুটি গোল করে হ্যাটট্টিরক সারলেন মেসি। জাতীয় দলের হয়ে তাঁর গোলের সংখ্যা দাঁড়াল ৬৪। ফলে তিনি টপকে গেলেন কিংবদন্তি ব্রাজিলিয়ান স্ট্রাইকার বড়ো রোনাল্ডোকে। যা একটি রেকর্ড। অন্য গোলটি করলেন পরিবর্ত হিসেবে নামা আগুয়েরো।